Ajker Patrika

আশুলিয়ায় ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি
আশুলিয়ায় ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণীর স্বজনেরা। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত কলেজছাত্র ইমন হোসেন (২২)।

গতকাল রোববার সন্ধ্যার পর আশুলিয়ার পশ্চিম বাইপাইলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কলেজ ছাত্র ইমন হোসেন মানিকগঞ্জরে ঘিওর থানার বড়টিয়া গ্রামের আবুল হোসেনর ছেলে। পরিবারসহ আশুলিয়ার পশ্চিম বাইপাইলে বসবাস করেন ইমন। সে সাভার কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

ভুক্তভোগী তরুণীর চাচা জানান, গ্রাম থেকে চাকরির জন্য প্রায় ২০ দিন আগে আশুলিয়া আসেন ওই তরুণী। পরে সে পশ্চিম বাইপাইলে ফুফাতো বোনের ভাড়া বাসায় থেকে চাকরির সন্ধান শুরু করে। ঘটনার দিন ওই তরণীর ফুফাতো বোন ও তার স্বামী কাজে বাইরে গেলে একই ভাড়া বাড়ির ২য় তলার ভাড়াটিয়া এক যুবক জোর করে ঘরে ঢুকে ধর্ষণ করে। এসময় ওই তরুণীর চিৎকার শুনে আশেপাশে লোকজন এগিয়ে আসার আগেই পালিয়ে যায় ইমন হোসেন।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই ফরহাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ভুক্তভোগী ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত