Ajker Patrika

পুলিশ বলছে, মুরাদের অসহযোগিতায় তদন্ত আগাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ বলছে, মুরাদের অসহযোগিতায় তদন্ত আগাচ্ছে না

আদালতের অনুমতি মিললেও সাবেক তথ্যমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রীর করা জিডির তদন্ত আগাচ্ছে না। জিডি করার পর ১৬ দিনের বেশি পেরিয়ে গেলেও মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি ধানমন্ডি থানা-পুলিশ। মানসিক-শারীরিক নির্যাতন ও হত্যার হুমকির বিষয়ে স্ত্রী তাঁর বিরুদ্ধে জিডি করেছেন। 

পুলিশ বলছে, মুরাদ হাসানের অসহযোগিতার কারণেই তদন্ত এগোচ্ছে না। তাঁকে ডাকলেও থানায় আসছেন না। যদিও বিভিন্ন জায়গায় তাঁর উপস্থিতি দেখা যাচ্ছে। 

এ ব্যাপারে ধানমন্ডির থানার উপপরিদর্শক ও জিডির তদন্ত কর্মকর্তা রাজীব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের অনুমতি পাওয়া গেলেও এখন পর্যন্ত মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। তবে অভিযোগের ব্যাপারে বাদীর সঙ্গে কথা বলেছি।’ 

জিডির অনুমতি পাওয়ার এত দিন পরেও কেন মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা যায়নি জানতে চাইলে রাজীব হাসান বলেন, ‘উনি বেশির ভাগ সময়েই বাসায় থাকেন না। তাঁর সঙ্গে যোগাযোগও করা সম্ভব হচ্ছে না। আর আমাদেরও তো নানা ধরনের ব্যস্ততা থাকে। এই সবকিছুর মধ্যে তাঁকে থানায় এনে বা তিনি যখন থাকেন তখন বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। তবে সময় আছে, শিগগিরই তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে।’ 

জিডি তদন্তের কত দিন সময়সীমা জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় আছে। সেটা পার হয়ে গেলে আবারও আদালত থেকে সময় বৃদ্ধি করতে হবে। আশা করি, এর মধ্যেই ডিডির তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে পারব।’ মুরাদ হাসানের স্ত্রীর নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘মুরাদ হাসান এখন তো চুপচাপই আছেন। তেমন কোনো অভিযোগ আর পাইনি। আমরা নিয়মিত খোঁজ রাখছি।’ 

মুরাদ হাসান বিভিন্ন স্থানে যাচ্ছেন কিন্তু থানায় কেন আসতে পারছেন না এমন প্রশ্নের জবাবে এসআই রাজীব হাসান বলেন, ‘উনি সব জায়গায়ই যেতে পারেন। ওনার চলাফেরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু আমাদের সঙ্গে একটু সহযোগিতা করলে ভালো হয়।’ 

প্রতিমন্ত্রীত্ব হারানোর প্রায় ৪০ দিন পর আজ শনিবার মুরাদ হাসানকে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি গ্রামে নিজ বাড়িতে প্রকাশ্যে দেখা গেছে। জানা গেছে, চাচা বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারের জানাজায় অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। 

গত ৬ জানুয়ারি বিকেল পৌনে ৩টার দিকে মুরাদ হাসানের স্ত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। মুরাদ হাসান স্ত্রী-সন্তানদের গালিগালাজ ও হত্যার হুমকি দিচ্ছে বলে ফোনে সাহায্য চাওয়া হয়। ধানমন্ডি থানার পুলিশ তাঁদের বাসায় যাওয়ার আগেই বাসা থেকে বেরিয়ে যান মুরাদ। নিরাপত্তাহীনতার কথা বলে পুলিশের কাছে সাহায্য চান মুরাদের স্ত্রী। পরবর্তীতে সন্ধ্যায় ধানমন্ডি থানায় শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার হুমকির অভিযোগে জিডি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত