Ajker Patrika

না.গঞ্জে শিশু নির্যাতন মামলায় জামিন পেলেন মেয়র

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ১৫
Thumbnail image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির অপবাদ দিয়ে তিন শিশুকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার মামলায় জামিন পেয়েছেন গোপালদী পৌর মেয়র। আজ সোমবার উচ্চ আদালত থেকে তিনি চার সপ্তাহের আগাম জামিন পান।

জামিনপ্রাপ্ত মেয়র হালিম শিকদার আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে ৬ ফেব্রুয়ারি উপজেলার রামচন্দ্রদী এলাকায় তিন শিশুকে চুরির অপবাদে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেন তিনি। ঘটনার পর গণমাধ্যমের কাছে এর সত্যতা নিজেই স্বীকার করেন। 

ঘটনার পরদিন ভুক্তভোগী এক শিশুর অভিভাবক থানায় মামলা দায়ের করলে ////গা ঢাকা দেন তিনি। ওই মামলায় হালিম শিকদারকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার ছয় দিন পর আজ উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করেন। এ সময় বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ তাঁকে চার সপ্তাহের আগাম জামিন দেন।

বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত সোমবার সকালে তিনি খবর পান তাঁর ছেলেসহ (১০) তার দুই বন্ধুকে রামচন্দ্রী বাজারে আটকে নির্যাতন করা হচ্ছে। বাজারে পৌঁছে দেখতে পান তাঁর ছেলের মাথার চুল কেটে দেওয়া হয়েছে এবং নির্যাতন করে জখম করেছেন আসামিরা। পরে জানতে পারেন তাঁর ছেলে ও তার বন্ধুরা পাওয়ারলুম মেশিনের যন্ত্রাংশ হাতে নিয়েছিল। এরপর মেশিনের মালিক মেয়র তা দেখে তাদের বেঁধে আনার নির্দেশ দেন এবং মারধর করে চুল কেটে দেন। 

চুল কাটা ও মারধরের বিষয়টি স্বীকার করে মেয়র হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘আপনারা সবাই বলতাছেন এরা নাকি মাদ্রাসার ছাত্র। এরা তো টোকাই। ওরা বিভিন্ন ভাঙাচোরা মেশিন পাইলেই ওই খান থেকে যন্ত্রপাতি চুরি কইরা বেচে। তিন মাস ধইরাই আমার মিলের অনেক মেশিন চুরি করেছে ওরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত