Ajker Patrika

নারায়ণগঞ্জবাসীর টেনশন বাড়াচ্ছে ‘টেনশন গ্রুপ’

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৬: ১১
নারায়ণগঞ্জবাসীর টেনশন বাড়াচ্ছে ‘টেনশন গ্রুপ’

টেনশন গ্রুপ। নাম শুনলে অনেকে মনে করতে পারেন গ্রুপটির কাজ টেনশন বা চিন্তা করা। কিন্তু এটি একটি কিশোর গ্যাং গ্রুপ। রাইসুল ইসলাম সীমান্ত নামে একজনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে দলটি গড়ে ওঠে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরের স্বেচ্ছাসেবক লীগের নেতা শফিকুল ইসলাম শফিকের ছেলে সীমান্ত। 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার স্থায়ী বাসিন্দা সীমান্ত। কিন্তু ছেলের এ সকল অপকর্মের কারণে সীমান্তের বাবা শফি ঢাকায় চলে যান পরিবার নিয়ে। তারপরেও মেলেনি কোনো পরিবর্তন। সন্ধ্যা হলে সীমান্ত চলে আসতেন সিদ্ধিরগঞ্জে। সকল অপকর্ম করে বেশির ভাগ সময় ভোর হলে চলে যেতেন ঢাকায়। 

সম্প্রতি ৬ আগস্ট রাতে র‍্যাব-১১-এর একটি বিশেষ অভিযানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে টেনশন গ্রুপের প্রধান সীমান্তসহ ওই গ্রুপের সাত সদস্যকে গ্রেপ্তার করার সাত দিন না যেতেই আবারও আলোচনায় আসে টেনশন গ্রুপ। 

গতকাল শুক্রবার (১২ আগস্ট) রাতে এই কিশোর গ্যাং গ্রুপের অস্ত্র চালানো ও ভিডিওসহ তাদের কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার পর থেকে সিদ্ধিরগঞ্জজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম নেয় এই টেনশন গ্রুপকে নিয়ে। 

এ ছাড়া ভিডিও ভাইরাল হওয়ার পর এসব অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। তা না হলে তারা জামিনে বেরিয়ে এসে আগের মতো এসব অস্ত্র নিয়ে আবারও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করে বেড়াবে। 

খোঁজ নিয়ে জানা যায়, এই গ্রুপের হামলার শুরু ২০২১ সালের ২৩ এপ্রিল। সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় সেদিন মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে একটি পক্ষের সঙ্গে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজন আহত হয়। তা ছাড়া, ইভ টিজিং থেকে শুরু করে মাদক বিক্রি, মাদক সেবন, চুরি, ছিনতাই, অপহরণের সঙ্গেও এ গ্রুপের সম্পৃক্ততা রয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক মিজমিজি এলাকার এক শিক্ষক জানান, এর আগেও তারা অনেকবার জেল খেটেছে। কিন্তু ভালো হচ্ছে না। পুলিশ ধরে নিয়ে যাওয়ার কিছুদিনের ভেতর জামিনে বের হয়ে আবার সেই অপকর্মে জড়িয়ে পড়ছে। 

সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি জানান, প্রায়ই এই কিশোর গ্যাংয়ের কবলে পড়ে এলাকার অনেকে নির্যাতনের শিকার হচ্ছে। অনেকেই তাদের ভয়ে প্রশাসনের কাছে অভিযোগ কিংবা কথা বলতেও সাহস পান না। এ বিষয়ে মামলাটির তদন্তাধীন কর্মকর্তা (আইও) এসআই মোখলেসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এ সপ্তাহেই তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার চেষ্টা করা হবে। তারা বর্তমানে জেলহাজতে আছে, এখনো জামিনে বেরিয়ে আসতে পারেনি। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘কিশোর গ্যাং সমাজের ক্যানসার। তাদের নির্মূল করতে পুলিশ তৎপর রয়েছে। এদের বিরুদ্ধে সব সময় আমাদের অভিযান চলছে। ফেসবুকে ভাইরাল হওয়া অস্ত্র চালানোর ভিডিওটি আমরা দেখেছি। খুব শিগগির আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করব।’ 

এদিকে র‍্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ‘কিশোর গ্যাং দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আবারও অভিযান পরিচালনা করে এই সব অবৈধ অস্ত্র উদ্ধার করব।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত