Ajker Patrika

চাচাতো ভাইয়ের সঙ্গে বেরিয়ে নিখোঁজ, পরদিন ক্ষতবিক্ষত লাশ উদ্ধার 

চাচাতো ভাইয়ের সঙ্গে বেরিয়ে নিখোঁজ, পরদিন ক্ষতবিক্ষত লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল আমিন (৩৫) নামের প্রবাস ফেরত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নিহতের চাচাতো ভাই সুজনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আল আমিন উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আল আমিন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আল আমিনকে তাঁর চাচাতো ভাই সুজন (৩৪) বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তাঁরা কেউ বাড়িতে আসেনি। রাতে দুজনের মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। আজ শুক্রবার সকালে সুজন বাড়ি একা ফিরে আসেন। এ সময় সুজনকে আল আমিনের কথা জিজ্ঞেস করলে তিনি অসংলগ্ন উত্তর দেয়। এতে তাঁর কথায় সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।

পরে সোনারগাঁও থানা-পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য সুজনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নির্জন বালুর মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সুজনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আল আমিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত