নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সাভার
ঢাকার আশুলিয়ায় এক নারী পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা করে সাবেক স্বামীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কাইচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পোশাককর্মীর নাম মিম (২১)। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার খোকসাবাড়ী গ্রামের মোংলা সরদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেমের সম্পর্ক থেকে বছর তিনেক আগে মিম নাটোরের নাঈম (২৫) নামে এক ছেলেকে বিয়ে করেন। পারিবারিক কলহের কারণে বছর দেড়েক আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে মিম কাইচাবাড়ী এলাকার গফুর মণ্ডলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই কক্ষে থাকতেন আরেক পোশাককর্মী নাতাশা।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাতাশা বলেন, ‘কিছুদিন ধরে নাঈম মাঝেমধ্যে তাঁদের বাসায় আসতেন এবং মিমকে আবার বিয়ের প্রস্তাব দিতেন। কিন্তু মিম তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন। নাঈমের চাপে মিম সম্প্রতি বিয়েতে সম্মত হলেও পরিবারের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করবেন বলে জানিয়েছিলেন, কিন্তু নাঈম তা মানতে চাইছিলেন না।’
নাতাশা আরও বলেন, ‘মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নাঈম বাসায় আসেন। বিয়ে নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নাঈম উত্তেজিত হয়ে পড়েন। এ সময় নাঈম ঘরে থাকা ছুরি দিয়ে ভয় দেখিয়ে আমাকে বের করে দেন। আমি ঘর থেকে বের হওয়ার পরপরই সম্ভবত ওই ছুরি দিয়েই মিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। মিমের চিৎকারে লোকজন এগিয়ে এলে নাঈম ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে তাঁদের লাশ উদ্ধার করে।’
মিমের বড় ভাই খোরশেদ আলম বলেন, ‘নাঈম মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাঁর বোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। নাঈম আবার আমার বোনকে বিয়ে করার জন্য মাঝেমধ্যেই তাকে উত্ত্যক্ত করত। এর জের ধরেই আজ আমার বোনকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘মিমের সাবেক স্বামী নাঈম তাঁকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। তবে কেন হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটল, তা শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ঢাকার আশুলিয়ায় এক নারী পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা করে সাবেক স্বামীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কাইচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পোশাককর্মীর নাম মিম (২১)। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার খোকসাবাড়ী গ্রামের মোংলা সরদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেমের সম্পর্ক থেকে বছর তিনেক আগে মিম নাটোরের নাঈম (২৫) নামে এক ছেলেকে বিয়ে করেন। পারিবারিক কলহের কারণে বছর দেড়েক আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে মিম কাইচাবাড়ী এলাকার গফুর মণ্ডলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই কক্ষে থাকতেন আরেক পোশাককর্মী নাতাশা।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাতাশা বলেন, ‘কিছুদিন ধরে নাঈম মাঝেমধ্যে তাঁদের বাসায় আসতেন এবং মিমকে আবার বিয়ের প্রস্তাব দিতেন। কিন্তু মিম তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন। নাঈমের চাপে মিম সম্প্রতি বিয়েতে সম্মত হলেও পরিবারের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করবেন বলে জানিয়েছিলেন, কিন্তু নাঈম তা মানতে চাইছিলেন না।’
নাতাশা আরও বলেন, ‘মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নাঈম বাসায় আসেন। বিয়ে নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নাঈম উত্তেজিত হয়ে পড়েন। এ সময় নাঈম ঘরে থাকা ছুরি দিয়ে ভয় দেখিয়ে আমাকে বের করে দেন। আমি ঘর থেকে বের হওয়ার পরপরই সম্ভবত ওই ছুরি দিয়েই মিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। মিমের চিৎকারে লোকজন এগিয়ে এলে নাঈম ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে তাঁদের লাশ উদ্ধার করে।’
মিমের বড় ভাই খোরশেদ আলম বলেন, ‘নাঈম মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাঁর বোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। নাঈম আবার আমার বোনকে বিয়ে করার জন্য মাঝেমধ্যেই তাকে উত্ত্যক্ত করত। এর জের ধরেই আজ আমার বোনকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘মিমের সাবেক স্বামী নাঈম তাঁকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। তবে কেন হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটল, তা শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫