Ajker Patrika

মাদারীপুরে হত্যার ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, পুলিশের বাধার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ২১
মাদারীপুরে হত্যার ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, পুলিশের বাধার অভিযোগ

মাদারীপুরে একটি হত্যার ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়রা। এ সময় মানববন্ধনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেছেন তাঁরা। আজ বুধবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয় ও মানববন্ধনে অংশগ্রহণকারী সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাংলাবাজার এলাকার কাশেম মাতুব্বরের ছেলে আউয়াল মাতুব্বরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা। তাঁরা মাদারীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যাওয়ার পথে বাংলাবাজার সড়কে আসলে পুলিশ বাধা দেয়। পরে তাঁরা প্রায় তিন ঘণ্টা বাংলাবাজার সড়ক অবরোধ করে রাখেন। সেই সঙ্গে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মানববন্ধনে অংশগ্রহণকারী নিহত আউয়াল মাতুব্বরের ভাই দেলোয়ার হোসেন মাতুব্বর বলেন, ‘আমরা শহরে গিয়ে ডিসি ও এসপির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়া এবং এই হত্যার অপরাধীদের ফাঁসির দাবি করতাম। কিন্তু পথিমধ্যেই পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা দেয়। তারা আমাদের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যেতে দেয়নি। পরে আমরা বাংলাবাজার এলাকায় মানববন্ধন করেছি।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমরা এরই মধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করেছি। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। তা ছাড়া মানববন্ধনে আগে থেকে কোনো অনুমতি ছিল না। একসঙ্গে অনেক মানুষ জড়ো হলে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা ছিল। সেটাই তাদের বোঝানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত