Ajker Patrika

ফ্ল্যাট ভাড়া করে ইয়াবা ব্যবসার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক ঢাকা
ফ্ল্যাট ভাড়া করে ইয়াবা ব্যবসার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রী কারাগারে

ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা সিদ্দীক রুমা। কক্সবাজারের টেকনাফে তাঁর বাড়ি। আদাবর এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। সেখান থেকে ২ হাজার ৯০০ টি ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। 

গত শনিবার বিকেলে বদাবরের শেখেরটেক এলাকা থেকে রুমাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি টহল দল। তাঁর কাছ থেকে ২ হাজার ৯০০ টি ইয়াবা জব্দ করা হয়। গতকাল রোববার রুমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক এশারত আলী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

আদাবর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার এজাহার ও পুলিশ প্রতিবেদনে জানা গেছে, রুমা দীর্ঘদিন ধরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পড়াশোনার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে গড়ে উঠেছিল তাঁর মাদক কারবারের চক্র। 

মামলার এজাহারে বলা হয়, রুমা ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের পদার্থবিজ্ঞানের ছাত্রী। তিনি এবং তাঁর পরিবার মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন পথে ঢাকায় ইয়াবা নিয়ে এসে পড়ালেখার আড়ালে ব্যবসা করতেন। তাঁর বাড়ি কক্সবাজারের টেকনাফ এলাকায় হওয়ায় স্বল্পমূল্যে ইয়াবা কিনে তা রাজধানীতে বিক্রি করতেন। তিনি সংঘবদ্ধ মাদকচক্রের ডিলার হিসেবেও কাজ করতেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত