মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে অপহরণের চার দিনেও ইতালিপ্রবাসী এক কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে মেয়ের সন্ধান না পেয়ে অসহায় হয়ে পড়েছেন মা ও বাবা। তবে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বজনেরা জানান, আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে ৮ বছর পর দেশে আসেন নোভা (১৫)। এরপর মা-বাবার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে যান ওই কিশোরী। গত সোমবার সকালে শহরের শকুনি এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে তাকে তুলে যাস আফজাল হোসেন শাওনসহ তাঁর সহযোগীরা। এরপরেই আর কোনো সন্ধান পাওয়া যায়নি তাঁর। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মেয়েটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
কিশোরীর বাবা রিপন চোকদার বলেন, ‘আমার মেয়ে এখনো বাংলায় ঠিকমতো কথা বলতে পারে না। দেশের টাকাও চিনে না। মেয়েকে কৌশলে অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনার বিচার চাই। আর আমি আমার মেয়েকে দ্রুত ফেরত চাই।’
কিশোরীর ফুপা সামচুদ্দিন মাতুব্বর বলেন, ‘নোভা সকালে ব্রাশ করতে বাড়ির সামনের সড়কে আসে। এ সময় কতিপয় সন্ত্রাসীরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনের নামে সদর মডেল থানায় মামলা করেছেন কিশোরীর বাবা। এদিকে প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন পলাতক রয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মাদারীপুরে অপহরণের চার দিনেও ইতালিপ্রবাসী এক কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে মেয়ের সন্ধান না পেয়ে অসহায় হয়ে পড়েছেন মা ও বাবা। তবে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বজনেরা জানান, আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে ৮ বছর পর দেশে আসেন নোভা (১৫)। এরপর মা-বাবার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে যান ওই কিশোরী। গত সোমবার সকালে শহরের শকুনি এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে তাকে তুলে যাস আফজাল হোসেন শাওনসহ তাঁর সহযোগীরা। এরপরেই আর কোনো সন্ধান পাওয়া যায়নি তাঁর। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মেয়েটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
কিশোরীর বাবা রিপন চোকদার বলেন, ‘আমার মেয়ে এখনো বাংলায় ঠিকমতো কথা বলতে পারে না। দেশের টাকাও চিনে না। মেয়েকে কৌশলে অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনার বিচার চাই। আর আমি আমার মেয়েকে দ্রুত ফেরত চাই।’
কিশোরীর ফুপা সামচুদ্দিন মাতুব্বর বলেন, ‘নোভা সকালে ব্রাশ করতে বাড়ির সামনের সড়কে আসে। এ সময় কতিপয় সন্ত্রাসীরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনের নামে সদর মডেল থানায় মামলা করেছেন কিশোরীর বাবা। এদিকে প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন পলাতক রয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
২ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫