Ajker Patrika

খাবারের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
খাবারের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাবারের প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে আজ বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত সোমবার উপজেলার বিশনন্দী ইউনিয়ন এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত ব্যক্তির নাম শুক্কুর আলী। তিনি বিশনন্দী ইউনিয়নের আমির আলীর ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শিশুটির বাবা অভিযোগ করে বলেন, গত সোমবার বিকেলে তার মেয়ে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় শুক্কুর আলী শিশুটিকে খাবারের কথা বলে কৌশলে তাঁর ঘরে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার জন্য তাঁকে চাপ প্রয়োগ করে এবং থানায় যেতে নিষেধ করে। 

এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নেমেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত