গাজীপুরের শ্রীপুরে বেকারিতে সরবরাহকালে ৮ হাজার পচা ডিম জব্দ করেছেন স্থানীয়রা। পরে ওই বেকারির মালিককে ১ লাখ টাকা ও সরবরাহকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ জানুয়ারি) রাত ১০টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে রঙ্গীলা বাজার এলাকার নিউ হৃদয় ফুড প্রোডাক্টসে ডিম সরবরাহের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে রঙ্গীলা বাজার এলাকার নিউ হৃদয় ফুড প্রোডাক্টস বেকারি পণ্য কেক, পাউরুটিসহ বিভিন্ন ধরনের বিস্কুট তৈরি করে আসছে। সোমবার রাতে একটি পিকআপ ভ্যানে করে ৮ হাজার পচা ডিম আসে। এ সময় স্থানীয়রা সেগুলো জব্দ করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে জানানো হয়। চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে স্থানীয় প্রশাসনকে জানান। পরে সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেন।
পচা ডিমের বিষয়ে জানতে মঙ্গলবার সকালে মালিক মো. হানিফ রহমানকে বেকারিতে পাওয়া যায়নি। ঘটনার পর তিনি আর বেকারিতে আসেননি। ফোনে তিনি অভিযোগ স্বীকার করে বলেন, ‘আপনার সাথে তো মিথ্যা কথা বলে লাভ নাই, আমি একটা চক্রান্তের শিকার। আমি এই কাজ কোনো দিন করি নাই, কালকে শুধু ডিমগুলো রাখছি। আমি ডিমগুলো রাখার বিশ মিনিটের মধ্যে অত্যাচার শুরু হয়ে গেছে।’
ডিমগুলো পচা কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পচা ডিম বলতে এগুলো হ্যাচারির ডিম। কুসুমগুলো শুধু গলানো আরকি।’ ডিমগুলো টাঙ্গাইল এক ব্যবসায়ী সরবরাহ করতেন জানিয়ে তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে ডিম ভালো, কুসুমগুলো শুধু ভাঙা হবে। আমি ৪ হাজার হ্যাচারির ডিম চাইলে সে আমাকে আট হাজার ডিম পাঠায়। এটা আমার ভুল হয়েছে, ভুল হয়ে গেলে তো মানুষের মাথার সেন্স ঠিক থাকে না।’
খবর পেয়ে ঘটনাস্থলে যান শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে কয়েক হাজার পচা ডিম জব্দ করে ধ্বংস করা হয়েছে। বেকারির মালিক ও ম্যানেজার কাউকে না পেয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিম সরবরাহকারীকে কৌশলে খবর দিয়ে এনে তাঁকেও ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেকারি থেকে তিন বস্তা বিস্কুট জব্দ করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বেকারিতে সরবরাহকালে ৮ হাজার পচা ডিম জব্দ করেছেন স্থানীয়রা। পরে ওই বেকারির মালিককে ১ লাখ টাকা ও সরবরাহকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ জানুয়ারি) রাত ১০টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে রঙ্গীলা বাজার এলাকার নিউ হৃদয় ফুড প্রোডাক্টসে ডিম সরবরাহের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে রঙ্গীলা বাজার এলাকার নিউ হৃদয় ফুড প্রোডাক্টস বেকারি পণ্য কেক, পাউরুটিসহ বিভিন্ন ধরনের বিস্কুট তৈরি করে আসছে। সোমবার রাতে একটি পিকআপ ভ্যানে করে ৮ হাজার পচা ডিম আসে। এ সময় স্থানীয়রা সেগুলো জব্দ করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে জানানো হয়। চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে স্থানীয় প্রশাসনকে জানান। পরে সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেন।
পচা ডিমের বিষয়ে জানতে মঙ্গলবার সকালে মালিক মো. হানিফ রহমানকে বেকারিতে পাওয়া যায়নি। ঘটনার পর তিনি আর বেকারিতে আসেননি। ফোনে তিনি অভিযোগ স্বীকার করে বলেন, ‘আপনার সাথে তো মিথ্যা কথা বলে লাভ নাই, আমি একটা চক্রান্তের শিকার। আমি এই কাজ কোনো দিন করি নাই, কালকে শুধু ডিমগুলো রাখছি। আমি ডিমগুলো রাখার বিশ মিনিটের মধ্যে অত্যাচার শুরু হয়ে গেছে।’
ডিমগুলো পচা কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পচা ডিম বলতে এগুলো হ্যাচারির ডিম। কুসুমগুলো শুধু গলানো আরকি।’ ডিমগুলো টাঙ্গাইল এক ব্যবসায়ী সরবরাহ করতেন জানিয়ে তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে ডিম ভালো, কুসুমগুলো শুধু ভাঙা হবে। আমি ৪ হাজার হ্যাচারির ডিম চাইলে সে আমাকে আট হাজার ডিম পাঠায়। এটা আমার ভুল হয়েছে, ভুল হয়ে গেলে তো মানুষের মাথার সেন্স ঠিক থাকে না।’
খবর পেয়ে ঘটনাস্থলে যান শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে কয়েক হাজার পচা ডিম জব্দ করে ধ্বংস করা হয়েছে। বেকারির মালিক ও ম্যানেজার কাউকে না পেয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিম সরবরাহকারীকে কৌশলে খবর দিয়ে এনে তাঁকেও ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেকারি থেকে তিন বস্তা বিস্কুট জব্দ করা হয়েছে।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৯ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৭ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে