Ajker Patrika

গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলের গোপালপুরে একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খলিলুর রহমান (৬০) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে আসামিকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। 

খলিলুর উপজেলার হাদিরা ইউনিয়নের ভাদুরীরচর গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে ও ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি এই মামলার একমাত্র আসামি। 

জানা যায়, গতকাল শনিবার সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান মাদ্রাসার গেট থেকে ওই ছাত্রীকে ডেকে কাছে নেন। তারপর চকলেট কিনে দেওয়ার কথা বলে কৌশলে নির্জন নিয়ে যান। সেখানে তাকে টাকা ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে অশালীন কাজ করতে বলেন। এতে শিশুটি রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন খলিল। পরে শিশুটির চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান খলিলুর রহমান। 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

বাংলাদেশ মাতিয়ে যাওয়া জার্মান টিকটকার ভারতে আটক

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত