Ajker Patrika

সাভারে দুর্বৃত্তদের মারধরে আহত যুবকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে দুর্বৃত্তদের মারধরে আহত যুবকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় অপরিচিত যুবককে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের হামলায় লিখন (১৮) নামের এক ফার্নিচার দোকানকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে গতকাল রাতে আশুলিয়ার পলাশবাড়ির গোছরারটেক এলাকার ইস্টার্ন হাউজিং এলাকায় তাঁর ওপর হামলা করে দুর্বৃত্তরা।

নিহত লিখন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ভয়নগর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ফার্নিচারের দোকানে কাজ করতেন।

দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী। তিনি বলেন, গতকাল সোমবার রাত ১০টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে তিনি মারা যান।

পুলিশ জানায়, গতকাল পলাশবাড়ীর গোছরারটেক ইস্টার্ন হাউজিং মাঠে মেহেদী নামের এক যুবককে কয়েকজন মারধর করছিল। ওই মাঠে বসে মোবাইল ব্যবহার করছিলেন নিহত লিখন। মেহেদীকে মারধর করতে দেখে দৌড়ে এসে বাঁচানোর চেষ্টা করেন লিখন। এ সময় দুর্বৃত্তরা লিখনকেও উপর্যুপরি কিল ঘুষি মারেন। মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন লিখন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আজ মারা যান তিনি। 

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফ মফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরের কোথাও কোনো মারধরের চিহ্ন নেই। তবে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত