Ajker Patrika

পালিয়ে যাওয়া স্ত্রীর খোঁজে শিশুকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২২, ১৭: ৩১
পালিয়ে যাওয়া স্ত্রীর খোঁজে শিশুকে অপহরণ

ঢাকা জেলার আশুলিয়ায় আলোচিত দেড় বছরের শিশুকে তিন মাস পর গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪। এ সময় মূল অপহরণকারী মো. রাশেদুল ইসলাম (৩০) ও রোকসানা নামে আরেক নারীকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাব-৪-এর অধিনায়ক ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মো. মোজাম্মেল হক। 

র‍্যাব-৪ মোজাম্মেল হক বলেন, অপহরণকারীর নাম রাশেদুল ইসলাম। ৭ বছরের শিশুসন্তানকে রেখে তাঁর স্ত্রী কার সঙ্গে পালিয়ে গেছে তা জানতে স্ত্রীর সহকর্মী মীরা আক্তারের সন্তানকে অপহরণ করেন।

র‍্যাব আর জানায়, রংপুর জেলায় আত্মগোপনে ছিলেন অপহরণকারী মো. রাশেদুল ইসলাম। সংবাদ পেয়ে গতকাল সোমবার রাতে রংপুর শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর থানার রতনপুর এলাকার রাশেদুলের ফুপু রোকসানার (৩৫) কাছে ওই শিশুকে রাখা হয়েছে। পরে সেখান থেকে দেড় বছরের ওই শিশুকে উদ্ধার করা হয়।

অপহরণের ঘটনার বর্ণনা দিয়ে র‍্যাব-৪-এর অধিনায়ক বলেন, গত ৩১ মার্চ আনুমানিক সকাল ১০টার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়ার টেঙ্গুরী এলাকা থেকে ওই শিশুকে অপহরণ করে অজ্ঞাত পরিচয়ের যুবক।

ঘটনার পরদিন ১ এপ্রিল শিশুটির দাদা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি শিশু অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। র‍্যাব-৪ অপহৃত শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, অপহরণকারী রাশেদুল দুই বছর ধরে আশুলিয়ার জিরানী বাজার কলেজ রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করেন। অপহরণকারীর স্ত্রী নুরজাহান ও অপহৃত শিশুটির মা মীরা আক্তার আশুলিয়ায় একই কারখানায় চাকরি করতেন। তাঁদের দুজনের সু-সম্পর্ক ছিল। 

মোজাম্মেল হক বলেন, পরে তাঁর স্ত্রীর অবস্থান জানতেই মীরার মেয়ে আঁখিকে অপহরণ করেন রাশেদুল। একপর্যায়ে রাশেদুল শিশু আঁখির বাবা-মায়ের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন, যার মধ্যে ২০ টাকার টাকা দেওয়া হয় বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

পরে আঁখিকে রাশেদুল গাজীপুরের কালিয়াকৈরে তার এক ফুপু রোকসানার কাছে রেখে রংপুরে আত্মগোপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত