নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা জেলার আশুলিয়ায় আলোচিত দেড় বছরের শিশুকে তিন মাস পর গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব-৪। এ সময় মূল অপহরণকারী মো. রাশেদুল ইসলাম (৩০) ও রোকসানা নামে আরেক নারীকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-৪-এর অধিনায়ক ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মো. মোজাম্মেল হক।
র্যাব-৪ মোজাম্মেল হক বলেন, অপহরণকারীর নাম রাশেদুল ইসলাম। ৭ বছরের শিশুসন্তানকে রেখে তাঁর স্ত্রী কার সঙ্গে পালিয়ে গেছে তা জানতে স্ত্রীর সহকর্মী মীরা আক্তারের সন্তানকে অপহরণ করেন।
র্যাব আর জানায়, রংপুর জেলায় আত্মগোপনে ছিলেন অপহরণকারী মো. রাশেদুল ইসলাম। সংবাদ পেয়ে গতকাল সোমবার রাতে রংপুর শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর থানার রতনপুর এলাকার রাশেদুলের ফুপু রোকসানার (৩৫) কাছে ওই শিশুকে রাখা হয়েছে। পরে সেখান থেকে দেড় বছরের ওই শিশুকে উদ্ধার করা হয়।
অপহরণের ঘটনার বর্ণনা দিয়ে র্যাব-৪-এর অধিনায়ক বলেন, গত ৩১ মার্চ আনুমানিক সকাল ১০টার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়ার টেঙ্গুরী এলাকা থেকে ওই শিশুকে অপহরণ করে অজ্ঞাত পরিচয়ের যুবক।
ঘটনার পরদিন ১ এপ্রিল শিশুটির দাদা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি শিশু অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। র্যাব-৪ অপহৃত শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, অপহরণকারী রাশেদুল দুই বছর ধরে আশুলিয়ার জিরানী বাজার কলেজ রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করেন। অপহরণকারীর স্ত্রী নুরজাহান ও অপহৃত শিশুটির মা মীরা আক্তার আশুলিয়ায় একই কারখানায় চাকরি করতেন। তাঁদের দুজনের সু-সম্পর্ক ছিল।
মোজাম্মেল হক বলেন, পরে তাঁর স্ত্রীর অবস্থান জানতেই মীরার মেয়ে আঁখিকে অপহরণ করেন রাশেদুল। একপর্যায়ে রাশেদুল শিশু আঁখির বাবা-মায়ের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন, যার মধ্যে ২০ টাকার টাকা দেওয়া হয় বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
পরে আঁখিকে রাশেদুল গাজীপুরের কালিয়াকৈরে তার এক ফুপু রোকসানার কাছে রেখে রংপুরে আত্মগোপন করেন।
ঢাকা জেলার আশুলিয়ায় আলোচিত দেড় বছরের শিশুকে তিন মাস পর গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব-৪। এ সময় মূল অপহরণকারী মো. রাশেদুল ইসলাম (৩০) ও রোকসানা নামে আরেক নারীকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-৪-এর অধিনায়ক ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মো. মোজাম্মেল হক।
র্যাব-৪ মোজাম্মেল হক বলেন, অপহরণকারীর নাম রাশেদুল ইসলাম। ৭ বছরের শিশুসন্তানকে রেখে তাঁর স্ত্রী কার সঙ্গে পালিয়ে গেছে তা জানতে স্ত্রীর সহকর্মী মীরা আক্তারের সন্তানকে অপহরণ করেন।
র্যাব আর জানায়, রংপুর জেলায় আত্মগোপনে ছিলেন অপহরণকারী মো. রাশেদুল ইসলাম। সংবাদ পেয়ে গতকাল সোমবার রাতে রংপুর শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর থানার রতনপুর এলাকার রাশেদুলের ফুপু রোকসানার (৩৫) কাছে ওই শিশুকে রাখা হয়েছে। পরে সেখান থেকে দেড় বছরের ওই শিশুকে উদ্ধার করা হয়।
অপহরণের ঘটনার বর্ণনা দিয়ে র্যাব-৪-এর অধিনায়ক বলেন, গত ৩১ মার্চ আনুমানিক সকাল ১০টার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়ার টেঙ্গুরী এলাকা থেকে ওই শিশুকে অপহরণ করে অজ্ঞাত পরিচয়ের যুবক।
ঘটনার পরদিন ১ এপ্রিল শিশুটির দাদা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি শিশু অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। র্যাব-৪ অপহৃত শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, অপহরণকারী রাশেদুল দুই বছর ধরে আশুলিয়ার জিরানী বাজার কলেজ রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করেন। অপহরণকারীর স্ত্রী নুরজাহান ও অপহৃত শিশুটির মা মীরা আক্তার আশুলিয়ায় একই কারখানায় চাকরি করতেন। তাঁদের দুজনের সু-সম্পর্ক ছিল।
মোজাম্মেল হক বলেন, পরে তাঁর স্ত্রীর অবস্থান জানতেই মীরার মেয়ে আঁখিকে অপহরণ করেন রাশেদুল। একপর্যায়ে রাশেদুল শিশু আঁখির বাবা-মায়ের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন, যার মধ্যে ২০ টাকার টাকা দেওয়া হয় বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
পরে আঁখিকে রাশেদুল গাজীপুরের কালিয়াকৈরে তার এক ফুপু রোকসানার কাছে রেখে রংপুরে আত্মগোপন করেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৫ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫