Ajker Patrika

উত্তরায় গ্রেপ্তার ৪ হিজড়াকে পুরুষ বলে দাবি করছে পুলিশ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২০: ১১
Thumbnail image

রাজধানীর উত্তরায় চাঁদাবাজিকালে গ্রেপ্তার হওয়া চার হিজড়াকে পুরুষ বলে দাবি করছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তবে তাঁদের প্রকৃত পরিচয় এখনো জানা যায়নি। 

এ বিষয়ে ওসি বলেন, মামলার পর আসামিদের কথাবার্তা ও চালচলন সন্দেহজনক মনে হয়। পরে তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও তল্লাশি করে দেখা যায় তাঁরা কেউ হিজড়া নন। সবাই পুরুষ। তাঁরা হিজড়া সেজে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন। তবে তাঁদের প্রকৃত পরিচয় পাওয়া যায়নি। 

ওসি আরও বলেন, গ্রেপ্তার হওয়া ওই চারজনকে সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে আসল পরিচয়সহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে। 

গ্রেপ্তার হিজড়া পরিচয় দেওয়া ওই চারজন হলেন অনিকা (১৯), তুলী (২৪), মৌসুমী (৩২) তবে দুলী (২৫)। 

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস সেক্টরের এনা বাস কাউন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

ওসি মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, বিএনএস সেন্টারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে গ্রেপ্তার হিজড়ারা ২ হাজার টাকা চাঁদা দাবি করেন। ম্যানেজার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। এরপর তিনি ৫০০ টাকা দিতে রাজি হন। কিন্তু হিজড়ারা তাঁদের দাবি করা টাকার জন্য অনড় থাকেন। একপর্যায়ে তাঁরা জিয়ার পকেট থেকে ১০১০ টাকা নিয়ে নেন এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হইহুল্লোড় করতে থাকেন। পরে ভুক্তভোগী পুলিশকে জানালে পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। 

এ ঘটনায় ওই কাউন্টারের ম্যানেজার জিয়াউল হক বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন বলে জানান ওসি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত