Ajker Patrika

এক জেলায় ইজিবাইক-ভ্যান চুরি করে অন্য জেলায় বিক্রি করতেন তাঁরা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৮: ৩৫
Thumbnail image

মাদারীপুরে চুরি হয়ে যাওয়া ব্যাটারিচালিত চারটি ভ্যান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। তাঁরা চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক-ভ্যান ছিনতাই করতেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মাদারীপুরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) কামরুল ইসলাম এ তথ্য জানান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর গ্রামের সাইফুল প্যাদা (২৬), মাদারীপুরের বাজিতপুরের রাজু হাওলাদার (২৫), একই গ্রামের জাফর হাওলাদার (৫২) ও রাজৈর উপজেলার শ্রীনাথদি বাজিতপুরের খোকন সরদার (৫৮)। 

সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম জানান, মাদারীপুর জেলার কালকিনি থেকে ১৪ নভেম্বর সোহেল হাওলাদার নামের এক যুবককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্র। গুরুতর অবস্থায় চালক সোহেলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নেওয়া হলে ১৬ নভেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

উদ্ধার করা ব্যাটারিচালিত ভ্যানএই ঘটনায় মামলা হলে তদন্তে নামে ডিবি পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মোস্তফাপুর থেকে গ্রেপ্তার করা হয় রাজু হাওলাদার ও সাইফুল প্যাদা নামের দুজনকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাফর হাওলাদার ও খোকন সরদারকে বাজিতপুরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি। 

এ সময় ছিনতাই করা চারটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এই চক্রটি ইজিবাইক ও ভ্যান চুরি আসছে। তাঁদের মধ্যে সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। 

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রায়হান সিদ্দিকী শামীম বলেন, মাদারীপুর থেকে চুরি করা ভ্যান ও ইজিবাইক শরীয়তপুরে বিক্রি করে চক্রটি। আর শরীয়তপুর থেকে যেগুলো চুরি করা হতো, তা বিক্রি করা হয় মাদারীপুরে। যাতে মালিকেরা এগুলো চিনতে না পারে। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য। এই চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে। 

জেলা পুলিশের তথ্যমতে, চলতি বছরে পাঁচটি থানায় শতাধিক চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৫০ জনকে। এর মধ্যে ভ্যান ও ইজিবাইক চুরির ঘটনা আছে ৩০টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত