প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জে মোর্শেদা আক্তার (১৯) নামে এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবার পলাতক রয়েছেন।
মোর্শেদা বগুড়ার কর্ণিবাড়ী ইউনিয়নের ইন্দুরমারা চরের ছালেক আকন্দের মেয়ে। সে উপজেলার গুনারীতলা মধ্যপাড়ার জদুর মণ্ডলের ছেলে সোহাগের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদা আক্তারের সঙ্গে এক মাস আগে সোহাগের বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর থেকেই সোহাগ পরকীয়া শুরু করেন। এ নিয়ে মোর্শেদা কিছু বললে তাঁকে প্রায় অমানবিক শারীরিক নির্যাতন চালাতো সে। তাঁকে ঠিকমতো তিনবেলা খাবার দিত না। এ নিয়ে প্রতিবেশীরা কিছু বলতে আসলে তাঁদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করত সোহাগ।
এলাকায় বখাটে হিসেবে পরিচিত সোহাগ এর আগেও একটি বিয়ে করেছিল। নির্যাতন সইতে না পেরে তাঁর আগের স্ত্রী সংসার ছেড়ে চলে যায়। এ অবস্থায় গতকাল দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হলে মোর্শেদাকে ব্যাপক মারধর করে সে। মারধরের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর স্বামী। এরপর হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাপা দিতে আত্মহত্যা বলে চালাতে ঘরের আড়ার ওপর লাশ ঝুলিয়ে রাখা হয়। পরে প্রতিবেশীদের মাঝে প্রচার করা হয় মোর্শেদা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে মোর্শেদার মা সুন্দরী বেগম বলেন, বিয়ের পর থেকে পরকীয়ার জেরে আমার মেয়েকে প্রায় মারধর করত সোহাগ। মেয়ে বাবার বাড়ি আসলে চাইলে তাঁকে আসতে দিত না। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আজ সোমবার সকালে থানায় অভিযোগ দিয়েছি। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারগঞ্জ সার্কেলের এএসপি স্বজল কুমার সরকার ও মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক। এ সময় ওসি বলেন, খবর পেয়ে ওই নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে হত্যার কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, নিহতের বাবা বাদী হয়ে আজ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামিদের ধরতে সর্বোচ্চ অভিযান অব্যাহত রয়েছে।
জামালপুরের মাদারগঞ্জে মোর্শেদা আক্তার (১৯) নামে এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবার পলাতক রয়েছেন।
মোর্শেদা বগুড়ার কর্ণিবাড়ী ইউনিয়নের ইন্দুরমারা চরের ছালেক আকন্দের মেয়ে। সে উপজেলার গুনারীতলা মধ্যপাড়ার জদুর মণ্ডলের ছেলে সোহাগের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদা আক্তারের সঙ্গে এক মাস আগে সোহাগের বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর থেকেই সোহাগ পরকীয়া শুরু করেন। এ নিয়ে মোর্শেদা কিছু বললে তাঁকে প্রায় অমানবিক শারীরিক নির্যাতন চালাতো সে। তাঁকে ঠিকমতো তিনবেলা খাবার দিত না। এ নিয়ে প্রতিবেশীরা কিছু বলতে আসলে তাঁদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করত সোহাগ।
এলাকায় বখাটে হিসেবে পরিচিত সোহাগ এর আগেও একটি বিয়ে করেছিল। নির্যাতন সইতে না পেরে তাঁর আগের স্ত্রী সংসার ছেড়ে চলে যায়। এ অবস্থায় গতকাল দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হলে মোর্শেদাকে ব্যাপক মারধর করে সে। মারধরের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর স্বামী। এরপর হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাপা দিতে আত্মহত্যা বলে চালাতে ঘরের আড়ার ওপর লাশ ঝুলিয়ে রাখা হয়। পরে প্রতিবেশীদের মাঝে প্রচার করা হয় মোর্শেদা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে মোর্শেদার মা সুন্দরী বেগম বলেন, বিয়ের পর থেকে পরকীয়ার জেরে আমার মেয়েকে প্রায় মারধর করত সোহাগ। মেয়ে বাবার বাড়ি আসলে চাইলে তাঁকে আসতে দিত না। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আজ সোমবার সকালে থানায় অভিযোগ দিয়েছি। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারগঞ্জ সার্কেলের এএসপি স্বজল কুমার সরকার ও মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক। এ সময় ওসি বলেন, খবর পেয়ে ওই নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে হত্যার কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, নিহতের বাবা বাদী হয়ে আজ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামিদের ধরতে সর্বোচ্চ অভিযান অব্যাহত রয়েছে।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৯ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে