নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটি বেসরকারি টিভির সংবাদ পাঠিকার বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন সংগীতশিল্পী স্বামী। আজ রোববার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালতে মামলা করেন তিনি।
খিলগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, ৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে এ মামলা করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ১৬ নভেম্বর ওই সংগীতশিল্পীর সঙ্গে ওই নারীর পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। ওই নারী একজন চিকিৎসকও। ২০১৭ সালের ৬ আগস্ট তাঁদের ঘরে জন্ম নেয় এক কন্যাসন্তান। বিয়ের পর বেশ সুখে শান্তিতেই সংসার চলছিল। হঠাৎ তাঁর স্ত্রীর চিকিৎসা পেশা ছেড়ে সংবাদ পাঠিকা পেশায় যোগ দেন। এরপর থেকে সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েন। সম্প্রতি স্বামীকে ৫০ লাখ টাকা যৌতুক দিতে বলেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, সবশেষ গত ৪ নভেম্বর ওই নারী স্বামীকে বলেন, ৫০ লাখ টাকা যৌতুক হিসেবে ব্যাংক ডিপোজিট না করলে বৈবাহিক সম্পর্ক রাখবেন না। একই সঙ্গে মামলা করে বাদীকে হেনস্তা করবেন বলেও ভয়ভীতি দেখান।
উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক শাকিল আহমেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই নারী। ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে গত ৪ নভেম্বর গুলশান থানায় তিনি ওই মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন শাকিল। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হলে শাকিল গর্ভপাত ঘটান এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।
তবে সাংবাদিক শাকিলের দাবি, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে করছে ষড়যন্ত্রমূলক এ মামলা হয়েছে। তিনি পরবর্তীতে হাইকোর্ট থেকে আগাম জামিনও নিয়েছেন।
একটি বেসরকারি টিভির সংবাদ পাঠিকার বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন সংগীতশিল্পী স্বামী। আজ রোববার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালতে মামলা করেন তিনি।
খিলগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, ৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে এ মামলা করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ১৬ নভেম্বর ওই সংগীতশিল্পীর সঙ্গে ওই নারীর পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। ওই নারী একজন চিকিৎসকও। ২০১৭ সালের ৬ আগস্ট তাঁদের ঘরে জন্ম নেয় এক কন্যাসন্তান। বিয়ের পর বেশ সুখে শান্তিতেই সংসার চলছিল। হঠাৎ তাঁর স্ত্রীর চিকিৎসা পেশা ছেড়ে সংবাদ পাঠিকা পেশায় যোগ দেন। এরপর থেকে সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েন। সম্প্রতি স্বামীকে ৫০ লাখ টাকা যৌতুক দিতে বলেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, সবশেষ গত ৪ নভেম্বর ওই নারী স্বামীকে বলেন, ৫০ লাখ টাকা যৌতুক হিসেবে ব্যাংক ডিপোজিট না করলে বৈবাহিক সম্পর্ক রাখবেন না। একই সঙ্গে মামলা করে বাদীকে হেনস্তা করবেন বলেও ভয়ভীতি দেখান।
উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক শাকিল আহমেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই নারী। ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে গত ৪ নভেম্বর গুলশান থানায় তিনি ওই মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন শাকিল। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হলে শাকিল গর্ভপাত ঘটান এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।
তবে সাংবাদিক শাকিলের দাবি, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে করছে ষড়যন্ত্রমূলক এ মামলা হয়েছে। তিনি পরবর্তীতে হাইকোর্ট থেকে আগাম জামিনও নিয়েছেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫