Ajker Patrika

ফারদিনের সর্বশেষ অবস্থান ছিল গাজীপুরে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৫: ৫৫
ফারদিনের সর্বশেষ অবস্থান ছিল গাজীপুরে: স্বরাষ্ট্রমন্ত্রী

মৃত্যুর আগে বুয়েটছাত্র ফারদিন নূর পরশের সর্বশেষ অবস্থান গাজীপুরে ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  

আজ বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখান থেকে কীভাবে এই লাশ শীতলক্ষ্যা নদীতে এলো- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’

ফারদিনের মৃত্যুর ঘটনাকে ‘প্রাথমিকভাবে হত্যাকাণ্ড’ হিসেবে ধারণা করা হচ্ছে মন্তব্য আসাদুজ্জামান খাঁন বলেন, ‘পুরোপুরি তদন্ত না করে...। এ বিষয়ে আগে তথ্য দিব, পরে বিষয়টি ভুল হবে। সে রকম কোন কিছু আমরা করতে চাই না।

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি এই ঘটনার পেছনে যারাই জড়িত, তাদেরকে আমরা খুঁজে বের করব। খুঁজে বের করে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’ 

এই সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত