Ajker Patrika

বিদ্যালয়ের শতবর্ষী গাছ কেটে আ.লীগ নেতা বললেন, আমি সভাপতি কার কাছে অনুমতি নিব?

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
বিদ্যালয়ের শতবর্ষী গাছ কেটে আ.লীগ নেতা বললেন, আমি সভাপতি কার কাছে অনুমতি নিব?

গাজীপুরের কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী দুটি জাম গাছ কেটে বেচে দিয়েছেন প্রভাবশালী এক আওয়ামী লীগ। তিনি আবার এর একটি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি।

আজ মঙ্গলবার সকালে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পত্রে স্বাক্ষর করেছেন বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন পটু এবং বিদ্যালয়ের জমি দাতা ৪ / ৫ জন। 

অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম আব্দুল গণি ভূঁইয়া। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তবে বর্তমান কমিটিতে প্রভাবশালী সদস্য বলে জানা গেছে। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং বোয়ালী গ্রামের বাসিন্দা। 

বোয়ালী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন পটু জানান, প্রায় শত বছরের পুরোনো দুটি জাম গাছের মূল্য লক্ষাধিক টাকা। বিদ্যালয় পরিচালনা কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়াই সভাপতি তাঁর ক্ষমতাবলে নামমাত্র মূল্যে গাছ দুটি বিক্রি করেছেন। 

বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা বেগম বিদ্যালয়ের দপ্তরি মো. মফিজ উদ্দিনের বরাত দিয়ে জানান, গত ৮ সেপ্টেম্বর দপ্তরি স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গিয়ে দেখেন বিদ্যালয় ভবনের সামনের দুটি বহু পুরোনো জাম গাছ কাটার প্রস্তুতি চলছে। বিষয়টি দপ্তরি তাঁকে ফোনে জানান। তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল গণি ভূঁইয়াকে ফোনকল করেন। আব্দুল গনি নির্লিপ্তভাবে বলেন, তিনি গাছ কাটার বিষয়টি জানেন। 

বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রিপন বলেন, এই গাছ দুটি বোয়ালী উচ্চ বিদ্যালয়ের। আমি এ ব্যাপারে কোনো কিছু জানি না। গাছ কে বিক্রি করেছে এমন প্রশ্নে তিনি বলেন, গাছ কাটার সময় আমি এলাকার বাইরে ছিলাম। এলাকায় এসে দেখি স’মিলের মালিক শফিক গাছ দুটি নিয়ে যাচ্ছেন। 

গাছ কাটার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সভাপতি আব্দুল গণি ভূঁইয়া বলেন, আমি আমার ক্ষমতায় গাছ কাটছি, পারলে কেউ কিছু করুক! ইউএনও সাহেবও বিষয়টি জানেন। তিনি বলেন, আমি বিদ্যালয়ের সভাপতি। আমি কার কাছে থেকে অনুমতি নিব? বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের বরাদ্দ হয়েছে তাই কেটে ফেলেছি। 

পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার ক্ষমতাবলে বিদ্যালয়ের শতবর্ষী দুটি গাছ কেটে বেচে দিলেন আওয়ামী লীগ নেতাবোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। ১২ সেপ্টেম্বর স্কুল খোলার দিন এসে দেখি বিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে রোপণ করা দু’টি জাম গাছ কে বা কারা কেটে নিয়ে গেছে। বিষয়টি তিনি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানছুরা আক্তারকে জানিয়েছেন। 

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানছুরা আক্তার বলেন, আমি বিষয়টি মৌখিকভাবে জেনে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার স্যারকে জানিয়েছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার বিষয়টি মৌখিকভাবে জেনেছেন বলে স্বীকার করেছেন। 

লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ইউএনও মো. শিবলী সাদিক বলেন, তদন্ত কমিটিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, নিয়মানুযায়ী এ ধরনের কাজের জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদের রেজুলেশন করে উপজেলা পর্যায়ের কমিটিকে জানাতে হয়। এরপর উপজেলা কমিটির সভা ডেকে অনুমোদনের সিদ্ধান্ত নিয়ে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে বিক্রি করা হয়। কিন্তু বিদ্যালয়ের সভাপতি এর কোনোটিই করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত