Ajker Patrika

জন্মদিনে বাসায় দাওয়াত দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জন্মদিনে বাসায় দাওয়াত দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় আজ সোমবার সকালে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত যুবকের নাম সুমন (২০)। তিনি আড়াইহাজার পৌরসভার গাজিপুরা এলাকার আফছার উদ্দিনের ছেলে। অভিযুক্ত ও ভুক্তভোগীর মাঝে এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়েছে, এক বছর আগে সুমন ও ভুক্তভোগীর পরিচয় হয়। পরে তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুমন তাঁকে বিয়ের প্রলোভন দেখালে তাঁদের মাঝে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। সবশেষ গত ৮ মে সুমন তাঁর জন্মদিনের কথা বলে ভুক্তভোগীকে বাসায় দাওয়াত দেয়। ওই দিন সন্ধ্যায় তরুণী সুমনের জন্য উপহার হিসেবে ফুল ও চকলেট নিয়ে তাঁর বাসায় যায়। কিন্তু ওই সময় সুমনের পরিবারের কেউ বাসায় ছিল না। বাসা ফাঁকা দেখে ভুক্তভোগী চলে আসতে চাইলে সুমন তাঁকে ঘরে টেনে নিয়ে ধর্ষণ করেন। পরে তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে পালিয়ে যান সুমন।

মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত