সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিককে হত্যায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার আশুলিয়া ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার সেন্টু সরদার (৩৫), দিনাজপুরের জমির উদ্দিন (৩৩), সুনামগঞ্জের রাব্বি আহমেদ(২৭), টাঙ্গাইলের জহিরুল ইসলাম (৩৫)।
আজ রোববার দুপুরে সাভারের নবীনগর র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব–৪। সংবাদ সম্মেলনে বলা হয়, নিহত আরিফ হোসেন (১৯) সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার বাজরা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। চাকরি দেওয়ার কথা বলে আরিফকে নির্জন জায়গায় ডেকে নিয়ে মুক্তিপণ আদায় করতে চেয়েছিলেন আসামিরা। একপর্যায়ে আরিফকে শ্বাসরোধ করে হত্যা করেন তাঁরা। এর আগে গত ২১ জানুয়ারি সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন আরিফ। পরে ২৪ জানুয়ারি পার্শ্ববর্তী শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতী গ্রামের কেন্দ্রীয় গণকবরে তাঁর বিবস্ত্র লাশ পাওয়া যায়।
র্যাব জানায়, ৪ জনের চক্রটি গত ২১ জানুয়ারি আরিফকে কৌশলে আশুলিয়ার শিমুলিয়া এলাকার নির্জন একটি কবরস্থানে নিয়ে যান। সেখানে নিয়ে আরিফকে বিবস্ত্র করে হাত পা বেঁধে মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ দিতে রাজি না হলে আরিফের সঙ্গে আসামিদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে গলা টিপে আরিফকে মেরে ফেলে আসামিরা পালিয়ে যান। আসামিরা বিভিন্ন গার্মেন্টসের ভুয়া জিএম, সুপারভাইজার পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তাঁরা সাভার, আশুলিয়া ও ধামরাই–এর বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে টার্গেট করে নির্জন স্থানে ডেকে নিয়ে মুক্তিপণ আদায় করতেন। তাঁদের বিরুদ্ধে অপহরণ, চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
র্যাব–৪ সিপিসি–২–এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, আরিফের সঙ্গে সেন্টু সরদারের পূর্ব পরিচয় ছিল। সে সূত্রেই চাকরি দেওয়ার কথা বলে আরিফকে ডেকে আনেন আসামিরা। আসামি ৪ জন একসঙ্গে গত তিন থেকে চার বছরে ৬০টির বেশি প্রতারণা ও চাঁদাবাজি করে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।
সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিককে হত্যায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার আশুলিয়া ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার সেন্টু সরদার (৩৫), দিনাজপুরের জমির উদ্দিন (৩৩), সুনামগঞ্জের রাব্বি আহমেদ(২৭), টাঙ্গাইলের জহিরুল ইসলাম (৩৫)।
আজ রোববার দুপুরে সাভারের নবীনগর র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব–৪। সংবাদ সম্মেলনে বলা হয়, নিহত আরিফ হোসেন (১৯) সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার বাজরা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। চাকরি দেওয়ার কথা বলে আরিফকে নির্জন জায়গায় ডেকে নিয়ে মুক্তিপণ আদায় করতে চেয়েছিলেন আসামিরা। একপর্যায়ে আরিফকে শ্বাসরোধ করে হত্যা করেন তাঁরা। এর আগে গত ২১ জানুয়ারি সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন আরিফ। পরে ২৪ জানুয়ারি পার্শ্ববর্তী শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতী গ্রামের কেন্দ্রীয় গণকবরে তাঁর বিবস্ত্র লাশ পাওয়া যায়।
র্যাব জানায়, ৪ জনের চক্রটি গত ২১ জানুয়ারি আরিফকে কৌশলে আশুলিয়ার শিমুলিয়া এলাকার নির্জন একটি কবরস্থানে নিয়ে যান। সেখানে নিয়ে আরিফকে বিবস্ত্র করে হাত পা বেঁধে মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ দিতে রাজি না হলে আরিফের সঙ্গে আসামিদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে গলা টিপে আরিফকে মেরে ফেলে আসামিরা পালিয়ে যান। আসামিরা বিভিন্ন গার্মেন্টসের ভুয়া জিএম, সুপারভাইজার পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তাঁরা সাভার, আশুলিয়া ও ধামরাই–এর বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে টার্গেট করে নির্জন স্থানে ডেকে নিয়ে মুক্তিপণ আদায় করতেন। তাঁদের বিরুদ্ধে অপহরণ, চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
র্যাব–৪ সিপিসি–২–এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, আরিফের সঙ্গে সেন্টু সরদারের পূর্ব পরিচয় ছিল। সে সূত্রেই চাকরি দেওয়ার কথা বলে আরিফকে ডেকে আনেন আসামিরা। আসামি ৪ জন একসঙ্গে গত তিন থেকে চার বছরে ৬০টির বেশি প্রতারণা ও চাঁদাবাজি করে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৫ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫