শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যায় অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবব্ধ ধর্ষণের পর হত্যা মামলায় তার কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড ও অপর তিন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুর ২টায় শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী হলেন—ডামুড্যা উপজেলার বড় নওগাঁ গ্রামের তাজুল ইসলাম চৌকিদারের ছেলে বাবু চৌকিদার (২৫)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—একই গ্রামের আজগর আলী খানের ছেলে জুয়েল খান (১৯), বাচ্চু সরদারের ছেলে ফারুক সরদার (২৪) ও চরভয়রা গ্রামের বাদশা মিয়া সরদারের ছেলে তানভীর হোসেন শামীম (২৪)।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলার অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বাবু চৌকিদারের। একপর্যায়ে কিশোরি বাবুকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু বাবু তাকে বিয়ে করতে রাজি ছিলেন না। ২০২০ সালের ২১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবু চৌকিদার পরিকল্পিতভাবে কিশোরিকে কল করে বাড়ির পাশের বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে বাবুর সহযোগী জুয়েল খান, ফারুক সরদার ও তানভীর হোসেন শামীমও তাকে জোরপূর্বক ধর্ষণ করতে চাইলে কিশোরি ডাক চিৎকার দেয়। পরে তারা সবাই মিলে ওই কিশোরিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ খালে ফেলে দেয়। পরদিন সকালে বাড়ি থেকে ১০০ গজ দূরে খালের মধ্যে থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় কিশোরির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী কিশোরির বাবা বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ বাবু চৌকিদার, জুয়েল খান, ফারুক সরদার ও তানভীর হোসেন শামীমকে গ্রেপ্তার করে। এদের মধ্যে তানভীর হোসেন শামীম ছাড়া বাকি তিন আসামী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলা তদন্ত শেষে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী আদালতে চার্জশীট দেয় পুলিশ। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর আদালত চার্জ গঠন করে বিচার কাজ শুরু করে।
২০ জন স্বাক্ষীর স্বাক্ষগ্রহন শেষে আজ বুধবার দুপুর ১টায় মামলার রায় ঘোষণা করেন আদালত। এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট হলেও আসামী পক্ষ আপিল করবেন বলে জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলা একটি আলোচিত ঘটনা। আসামিদের সাজা দিয়ে আদালত দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা এ রায়ে সন্তুষ্ট।’
আসামিক্ষের আইনজীবী শাহ আলম বলেন, ‘আসামিপক্ষ এ রায়ে সন্তুষ্ট হতে পারেনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’
শরীয়তপুরের ডামুড্যায় অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবব্ধ ধর্ষণের পর হত্যা মামলায় তার কথিত প্রেমিকের মৃত্যুদণ্ড ও অপর তিন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুর ২টায় শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী হলেন—ডামুড্যা উপজেলার বড় নওগাঁ গ্রামের তাজুল ইসলাম চৌকিদারের ছেলে বাবু চৌকিদার (২৫)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—একই গ্রামের আজগর আলী খানের ছেলে জুয়েল খান (১৯), বাচ্চু সরদারের ছেলে ফারুক সরদার (২৪) ও চরভয়রা গ্রামের বাদশা মিয়া সরদারের ছেলে তানভীর হোসেন শামীম (২৪)।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলার অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বাবু চৌকিদারের। একপর্যায়ে কিশোরি বাবুকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু বাবু তাকে বিয়ে করতে রাজি ছিলেন না। ২০২০ সালের ২১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবু চৌকিদার পরিকল্পিতভাবে কিশোরিকে কল করে বাড়ির পাশের বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে বাবুর সহযোগী জুয়েল খান, ফারুক সরদার ও তানভীর হোসেন শামীমও তাকে জোরপূর্বক ধর্ষণ করতে চাইলে কিশোরি ডাক চিৎকার দেয়। পরে তারা সবাই মিলে ওই কিশোরিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ খালে ফেলে দেয়। পরদিন সকালে বাড়ি থেকে ১০০ গজ দূরে খালের মধ্যে থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় কিশোরির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী কিশোরির বাবা বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ বাবু চৌকিদার, জুয়েল খান, ফারুক সরদার ও তানভীর হোসেন শামীমকে গ্রেপ্তার করে। এদের মধ্যে তানভীর হোসেন শামীম ছাড়া বাকি তিন আসামী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলা তদন্ত শেষে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী আদালতে চার্জশীট দেয় পুলিশ। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর আদালত চার্জ গঠন করে বিচার কাজ শুরু করে।
২০ জন স্বাক্ষীর স্বাক্ষগ্রহন শেষে আজ বুধবার দুপুর ১টায় মামলার রায় ঘোষণা করেন আদালত। এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট হলেও আসামী পক্ষ আপিল করবেন বলে জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলা একটি আলোচিত ঘটনা। আসামিদের সাজা দিয়ে আদালত দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা এ রায়ে সন্তুষ্ট।’
আসামিক্ষের আইনজীবী শাহ আলম বলেন, ‘আসামিপক্ষ এ রায়ে সন্তুষ্ট হতে পারেনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪