Ajker Patrika

ধরা পড়ে ৯৯৯-এ সহায়তা চাইল চোর, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ১৬
ধরা পড়ে ৯৯৯-এ সহায়তা চাইল চোর, উদ্ধার করল পুলিশ

‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।’ 

এভাবেই সাধারণ মানুষের হাতে পিটুনি খাওয়ার থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন এক ব্যক্তি। পরবর্তীতে থানা-পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। 

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক মিডিয়া আনোয়ার সাত্তার। 

তিনি বলেন, ‘আজ ভোরে ৯৯৯-এ রাজধানীর কদমতলী থানার খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান থেকে হৃদয় নামে একজন কলার ফোন করেন। ৯৯৯ তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলে। সংবাদ পেয়ে কদমতলী থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ততক্ষণে জনগণ হৃদয়কে ধরে পিটুনি দেওয়া শুরু করেছে। পুলিশের দল সেই অবস্থা থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাঁকে থানায় নিয়ে আসে।’ 

হৃদয় (২৫) কদমতলী থানার মেরাজনগর এলাকার বাসিন্দা। এ-সংক্রান্ত একটি মামলা দিয়ে হৃদয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত