Ajker Patrika

দোকানিকে পিটিয়ে বহিষ্কার হলেন ঢাবির জহুরুল হক হল ছাত্রলীগ নেতা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০০: ১২
Thumbnail image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদকে (ফরিদ জামান) সাময়িক বহিষ্কার করেছে ঢাবি শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত 
এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে আসাদুজ্জামান ফরিদকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। 

ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়—গত বুধবার সোহরাওয়ার্দী উদ্যানের গেটে এক দোকানদারকে বেধড়ক মারধর করে ফরিদ। পরে ওই দোকানদার ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতাদের জানালে তাকে (ফরিদ) সাময়িক বহিষ্কার করে। ফরিদ হল শাখা ছাত্রলীগের শীর্ষপদ প্রত্যাশী ও তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। ফরিদ বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

সার্বিক বিষয়ে তানভীর হাসান সৈকত বলেন, কোনো সাধারণ মানুষকে মারধরের অধিকার কারও নেই। ছাত্রলীগে যারা অন্যায় ও অপকর্ম করে তাদের কোনো স্থান নেই। আমরা জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত