Ajker Patrika

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ খুন, আহত ৩

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ খুন, আহত ৩

রাজবাড়ীর গোয়ালন্দে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মান্নান ওরফে মান্দু (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাঁরা হলেন—মান্দুর মেয়ে হামিদা, ছেলে মিরাজ ও ভাতিজা রাজা মিয়া। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ সকালে ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন ও ইউপি সদস্য সালামসহ স্থানীয়রা নিহত মান্দুর শ্যালক আবেদ আলীর বিক্রি করা জমির সীমানা নির্ধারণ করে দেয়। পরে তাঁরা চলে যাওয়ার পর মান্দু তাঁর জমিতে সীমানা পিলার বসাতে গেলে আবেদ আলীর কাছ থেকে ক্রয়কৃত জমির মালিক একই এলাকার মৃত নুরালের ছেলে শামীমসহ ছয়-সাত জন বাধা দেয়। পরে মান্দুর সঙ্গে শামীমের কথাকাটাকাটির একপর্যয়ে শামীম লোহার রড দিয়ে মান্দুর মাথায় আঘাত করেন। এ সময় মান্দুর মেয়ে ও ছেলে এগিয়ে এলে তাঁদেরও মারপিট করেন শামীম। পরে স্থানীয়রা এগিয়ে এসে শামীমসহ তাঁর দলবল পালিয়ে যায়। গুরুতর অবস্থায় মান্দুকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত