ঢাকা (ধামরাই) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জেরে মজিবুর রহমান নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার সকালে দিকে পাঁচজনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি মামলা করেন ভুক্তভোগী ওই নেতা।
মজিবুর রহমান উপজেলার সূয়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
এর আগে গত শুক্রবার (২৪ মার্চ) সকালের দিকে উপজেলার সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামে মজিবুর রহমানের বাড়ির পাশে মারধরের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে একটু সুস্থ হইয়ে রোববার সকালে থানায় মামলা করেন।
অভিযুক্তরা হলেন—একই এলাকার খোরশেদ আলম (৪০), জাহাঙ্গীর আলম (৪৫) ও নিশাননগর এলাকার জহির খান (৪৫), মশিউর রহমান (৩৫), মাহমুদুল হাসান ওরফে এরশাদ খান (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, আহত মজিবুর রহমানের সঙ্গে একই এলাকার জহির খান, মশিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শুক্রবার মজিবুর রহমান দেলধা এলাকায় তাঁর নিজ গ্রামের পুকুর পাড়ে কাজ করছিলেন। অভিযুক্তরা সেখানে আগে থেকেই ওত পেতে থাকেন। মজিবুর রহমান সেখানে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করেন। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী মজিবুর রহমান বলেন, ‘অভিযুক্তরাসহ আরও কয়েকজন মিলে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এর আগেও তারা আমার ওপর হামলা করেছে। এদের সবার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছিলাম। আদালতে মামলা থাকা অবস্থায় তারা আবার আমার ওপর এই অতর্কিত হামলা করেছে। পরে এদের আসামি করে ধামরাই থানায় একটি মামলা করেছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত খোরশেদ আলমের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় মজিবুর রহমান পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জেরে মজিবুর রহমান নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার সকালে দিকে পাঁচজনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি মামলা করেন ভুক্তভোগী ওই নেতা।
মজিবুর রহমান উপজেলার সূয়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
এর আগে গত শুক্রবার (২৪ মার্চ) সকালের দিকে উপজেলার সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামে মজিবুর রহমানের বাড়ির পাশে মারধরের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে একটু সুস্থ হইয়ে রোববার সকালে থানায় মামলা করেন।
অভিযুক্তরা হলেন—একই এলাকার খোরশেদ আলম (৪০), জাহাঙ্গীর আলম (৪৫) ও নিশাননগর এলাকার জহির খান (৪৫), মশিউর রহমান (৩৫), মাহমুদুল হাসান ওরফে এরশাদ খান (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, আহত মজিবুর রহমানের সঙ্গে একই এলাকার জহির খান, মশিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শুক্রবার মজিবুর রহমান দেলধা এলাকায় তাঁর নিজ গ্রামের পুকুর পাড়ে কাজ করছিলেন। অভিযুক্তরা সেখানে আগে থেকেই ওত পেতে থাকেন। মজিবুর রহমান সেখানে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করেন। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী মজিবুর রহমান বলেন, ‘অভিযুক্তরাসহ আরও কয়েকজন মিলে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এর আগেও তারা আমার ওপর হামলা করেছে। এদের সবার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছিলাম। আদালতে মামলা থাকা অবস্থায় তারা আবার আমার ওপর এই অতর্কিত হামলা করেছে। পরে এদের আসামি করে ধামরাই থানায় একটি মামলা করেছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত খোরশেদ আলমের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় মজিবুর রহমান পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫