Ajker Patrika

রাজবাড়ীতে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৩, ২২: ২১
Thumbnail image

রাজবাড়ীতে ফেনসিডিলসহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইফতি হক সৌরভকে (৩৪) গ্রেপ্তার করেছে ডিবি। এ সময় বিল্লাল হোসেন (৪৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রোববার রাতে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরলক্ষ্মীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা ইফতি হক সৌরভ ও চরলক্ষীপুর গ্রামের বিল্লাল হোসেন। এঁদের মধ্যে ইফতি হক সৌরভ রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। অপর আসামি বিল্লালের বিরুদ্ধে ১২টি মামলা আদালতে বিচারাধীন। 

রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, চরলক্ষ্মীপুর এলাকা থেকে এক বোতল ফেনসিডিলসহ ইফতি হক সৌরভকে আটক করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যমতে, বিল্লালের বাড়ি থেকে আরও চার বোতল ফেনসিডিলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের পর আসামিদের আজ সোমবার রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত