Ajker Patrika

তুরাগে ‘সাবেক স্বামীর ছুরিকাঘাতে’ নারীর মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৯: ১৮
তুরাগে ‘সাবেক স্বামীর ছুরিকাঘাতে’ নারীর মৃত্যু

রাজধানীর তুরাগে সাবেক স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আকলিমা আক্তারের সাবেক স্বামী ইকরাম চাপরাশি (২৮) পলাতক রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তুরাগ থানাধীন উত্তরা ১৪ নম্বর সেক্টরের আহালিয়া মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আকলিমা আক্তার ভোলা জেলার দুলারহাট উপজেলার আহমদপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। ইকরাম চাপরাশির বাড়িও একই গ্রামে। 

আকলিমার মৃত্যুর বিষয়টি আজ রোববার তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর নিশ্চিত করেছেন। 

এসআই আলমগীর কবীর বলেন, ‘নিহত আকলিমার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় নিহতের বাবা বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

ওই নারীর বাবার অভিযোগের বরাতে আলমগীর কবীর জানান, অভিযোগে আকলিমার বাবা বলেছেন, ‘তাঁর মেয়ের হত্যাকারী সাবেক স্বামী ইকরাম। ইকরাম ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আকলিমাকে হত্যা করেছে।’ 

আহালিয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আকলিমা উত্তরা ১৪ নম্বর সেক্টর সংলগ্ন খেলার মাঠের পাশে যান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা তাঁর সাবেক স্বামী ইকরাম চাপাতি দিয়ে আকলিমাকে আঘাত করে। তখন গুরুতর আহত অবস্থায় আকলিমাকে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাতে পারেনি তুরাগ থানা-পুলিশ। এ বিষয়ে আকলিমার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত