Ajker Patrika

রাজধানীতে স্বামীর বাড়ির ডোবা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২৩: ৩২
রাজধানীতে স্বামীর বাড়ির ডোবা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে স্বামীর বাড়ির ডোবা থেকে নুসরাত জাহান মিথিলা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ওমর ফারুক (২৩), শ্বশুর আব্দুল মান্নান (৫৫) ও শাশুরি ফাতেহা ইয়াসমিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুর ২টার দিকে উত্তরখানের চামুরখান মোড়ে আব্দুল মান্নানের বাড়ির ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত ওই তরুণী উত্তরখানের চামুরখান মোড় এলাকার ওমর ফারুকের স্ত্রী। অপরদিকে একই এলাকার হেলাল মার্কেটের রমজান আলীর মেয়ে।

নিহত তরুণীর চাচাতো ভাই মো. রাসেল খান ও চাচাতো বোন আইরিন আক্তার আজ বুধবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘শ্বশুর বাড়ির লোকজন মিথিলাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। যে কারণে মিথিলা বাবার বাড়ি চলে আসছিল। গতকাল (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে মিথিলার বাবা তাকে তার স্বামীর বাড়ি দিয়ে আসে। পরে রাত সাড়ে ১০টার দিকে মিথিলা তার মায়ের সঙ্গে সর্বশেষ কথা বলে।’

তারা আরও জানান, পরে সকালে খবর আসে মিথিলাকে পাওয়া যাচ্ছে না। তারপর দুপুরের দিকে মিথিলার মরদেহ তার শ্বশুর বাড়ির ডোবায় পাওয়া যায়।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে ডোবায় এক নারীর মরদেহ ভাসছে, এমন খবর পাই। পরে দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আবুল কালাম আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা রমজান আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে একটি মামলা করেছেন। ওই মামলায় মেয়ের স্বামী ওমর ফারুক, শ্বশুর আব্দুল মান্নান, শাশুরি ফাতেহা ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

থানা পুলিশ সূত্র জানা, মেয়েটি তার শ্বশুর বাড়িতে খাপ খাওয়াতে পারছিলেন না। যে কারণে পূর্বেও একবার অভিমান করে তার এক বান্ধবীর বাসায় চলে গিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত