Ajker Patrika

পরিত্যক্ত জুসের প্যাকেটে মিলল দেড় কোটি টাকার স্বর্ণ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ০৭
পরিত্যক্ত জুসের প্যাকেটে মিলল দেড় কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত জুসের প্যাকেট থেকে ১ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ২২টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় বিমানবন্দরের ২ ও ৩ নম্বর ব্যাগেজ ব্যাল্ট-সংলগ্ন চেয়ারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করে জব্দ করা হয়। 

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপকমিশনার (ডিসি) সানোয়ারুল কবির আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

সানোয়ারুল কবির বলেন, ‘ব্যাগেজ ব্যাল্টের চেয়ারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি জুসের প্যাকেট পাওয়া যায়। পরে বিমানকর্মীদের সহযোগিতায় জুসের প্যাকেটটি স্ক্যান করা হলে স্বর্ণ পাওয়া যায়। এরপর প্যাকেট খুলে ২ কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার জব্দ করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। 

ডিসি বলেন, ‘এ ঘটনায় বিমানবন্দর থানায় শনিবার গভীর রাতে সহকারী রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন। জব্দকৃত এসব স্বর্ণ বিমানবন্দরের মূল্যবান শুল্ক গুদামে জমা করা হয়েছে।’ 

কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপকমিশনার বলেন, ‘জব্দকৃত স্বর্ণের এসব বার বিমানবন্দর দিয়ে চোরাচালানের চেষ্টা করা হচ্ছিল। তবে চোরাকারবারিকে শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত