Ajker Patrika

জঙ্গিমুক্ত দেশ চায় সালাউদ্দিনের পরিবার: রেমকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুলাই ২০২২, ১৫: ২৭
Thumbnail image

রাজধানীর গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত তৎকালীন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের স্ত্রী রেমকিন বলেছেন, পুলিশের চেষ্টায় দেশ এখন নিয়ন্ত্রণে আছে। সালাউদ্দিনের পরিবার জঙ্গিমুক্ত দেশ চায়।

গুলশান পুরোনো থানার সামনে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে তৈরি ভাস্কর্যের সামনে শ্রদ্ধা জ্ঞাপন শেষে আজ শুক্রবার দুপুরে তিনি এসব কথা বলেন।

ওসি সালাউদ্দিনের স্ত্রী বলেন, ‘মৃত্যুবার্ষিকী বলে আমরা তাঁকে স্মরণ করছি, তা না। যেদিন থেকে সালাউদ্দিন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, সেদিন থেকে একই রকমভাবে সালাউদ্দিনকে মিস করি। কখনো একদিন, এক ঘণ্টা কিংবা এক সেকেন্ডের জন্যও তাঁকে আমরা ভুলতে পারি না। দিনরাত আমাদের চিন্তার মধ্যে একইভাবে আমার স্বামী আছেন।’

রেমকিন আরও বলেন, ‘শুধু একটা বিষয় ভেবেই শান্তি পাই যে, দেশের মানুষের জন্য তাঁরা জীবন দিয়েছেন। এখানে পুলিশ ভাইদের অবদান আপনারা দেখেছেন। আমার স্বামী দেশের জন্য মারা যাওয়ার পরে দেশে জঙ্গি হামলা, জঙ্গিদের সবকিছু দেশের মানুষের ক্ষতি হয়ে আসছিল, সেই জায়গাগুলো পুলিশ ভাইয়েরা হ্যান্ডেল করেছে। দেশ এখন জঙ্গিমুক্ত বলা যায়। এমন হামলার কোনো খবর শুনতে পাইনি। তারপরও আমাদের দেশের পুলিশ কাজ করছে। জঙ্গিমুক্ত দেশ সালাউদ্দিনের পরিবার চায়, দেশের মানুষও চাইবে বলে আমি মনে করি। আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। আমার দুই বাচ্চার জন্য দোয়া করবেন। তারা যেন মানুষ হিসেবে গড়ে ওঠে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত