Ajker Patrika

মারধরের পর নগ্ন ভিডিও ধারণ, কথিত সাংবাদিকসহ গ্রেপ্তার ৪ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২৩, ১৬: ৩৯
মারধরের পর নগ্ন ভিডিও ধারণ, কথিত সাংবাদিকসহ গ্রেপ্তার ৪ 

সাভারের আশুলিয়ায় যুবককে ফাঁদে ফেলে মারধরের পর নগ্ন ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করায় কথিত তিন সাংবাদিকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে ঢাকা আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাঁদের আশুলিয়ার গাজিরচট এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। এ সময় ভুক্তভোগী যুবককে উদ্ধার করে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বাগারপাড়া থানার ঠাকুরকাঠি গ্রামের জালাল বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম তারেক (৩৬), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চাদলা গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে আব্দুল কাদের (৩৩), বরিশালের মুলাদী থানার বাহেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহ আলম (৩৮)। তাঁরা নিজেদের সাংবাদিক পরিচয় দেন। 

এ ছাড়া ভোলার মনপুরা থানার চরজতিন গ্রামের কামাল উদ্দিনের মেয়ে শারমিন নাহারকে (৩০) গ্রেপ্তার করা হয়। 

ভুক্তভোগী যুবক ঢাকার ধামরাই থানার দক্ষিণপাড়া থানা রোড এলাকার মো. মান্নানের ছেলে সুমন রেজা (২৭)। তিনি পড়াশোনা শেষ করে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। 

মামলায় জানা গেছে, গতকাল বিকেলে নিজের প্রতিবন্ধী সন্তানের জন্য সাহায্য চেয়ে ভুক্তভোগী যুবককে কৌশলে নিজের বাসায় নিয়ে যান শারমিন নাহার। পরে সেখানে উপস্থিত হয় গ্রেপ্তার হওয়া তিন সহযোগী। এ সময় ঘরে ঢুকে তাঁরা অবৈধ সম্পর্কের কথা বলে ভুক্তভোগীকে আটকে রেখে মারধর করতে থাকেন। পরে তাঁর নগ্ন ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ চান। 

মামলায় আরও জানা গেছে, পকেটে থাকা সব টাকাও লুট করে নেন তাঁরা। টাকার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবার বুঝতে পেরে পুলিশকে জানালে তারা ভুক্তভোগী সুমনকে উদ্ধার করে। 

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভুক্তভোগীর লুট হওয়া টাকা উদ্ধার করা হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, অভিযানের সময় তিনজন সাংবাদিক হিসেবে পরিচয় দেন। গ্রেপ্তার চারজন মূলত একটি চক্র। তাঁদের মোবাইল ফোনে ভুক্তভোগীর নগ্ন ভিডিও পাওয়া গেছে। মানুষকে ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করাই তাঁদের উদ্দেশ্য। তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী সুমন রেজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত