সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় যুবককে ফাঁদে ফেলে মারধরের পর নগ্ন ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করায় কথিত তিন সাংবাদিকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে ঢাকা আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাঁদের আশুলিয়ার গাজিরচট এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। এ সময় ভুক্তভোগী যুবককে উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বাগারপাড়া থানার ঠাকুরকাঠি গ্রামের জালাল বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম তারেক (৩৬), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চাদলা গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে আব্দুল কাদের (৩৩), বরিশালের মুলাদী থানার বাহেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহ আলম (৩৮)। তাঁরা নিজেদের সাংবাদিক পরিচয় দেন।
এ ছাড়া ভোলার মনপুরা থানার চরজতিন গ্রামের কামাল উদ্দিনের মেয়ে শারমিন নাহারকে (৩০) গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী যুবক ঢাকার ধামরাই থানার দক্ষিণপাড়া থানা রোড এলাকার মো. মান্নানের ছেলে সুমন রেজা (২৭)। তিনি পড়াশোনা শেষ করে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন।
মামলায় জানা গেছে, গতকাল বিকেলে নিজের প্রতিবন্ধী সন্তানের জন্য সাহায্য চেয়ে ভুক্তভোগী যুবককে কৌশলে নিজের বাসায় নিয়ে যান শারমিন নাহার। পরে সেখানে উপস্থিত হয় গ্রেপ্তার হওয়া তিন সহযোগী। এ সময় ঘরে ঢুকে তাঁরা অবৈধ সম্পর্কের কথা বলে ভুক্তভোগীকে আটকে রেখে মারধর করতে থাকেন। পরে তাঁর নগ্ন ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ চান।
মামলায় আরও জানা গেছে, পকেটে থাকা সব টাকাও লুট করে নেন তাঁরা। টাকার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবার বুঝতে পেরে পুলিশকে জানালে তারা ভুক্তভোগী সুমনকে উদ্ধার করে।
পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভুক্তভোগীর লুট হওয়া টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, অভিযানের সময় তিনজন সাংবাদিক হিসেবে পরিচয় দেন। গ্রেপ্তার চারজন মূলত একটি চক্র। তাঁদের মোবাইল ফোনে ভুক্তভোগীর নগ্ন ভিডিও পাওয়া গেছে। মানুষকে ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করাই তাঁদের উদ্দেশ্য। তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী সুমন রেজা।
সাভারের আশুলিয়ায় যুবককে ফাঁদে ফেলে মারধরের পর নগ্ন ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করায় কথিত তিন সাংবাদিকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে ঢাকা আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাঁদের আশুলিয়ার গাজিরচট এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। এ সময় ভুক্তভোগী যুবককে উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বাগারপাড়া থানার ঠাকুরকাঠি গ্রামের জালাল বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম তারেক (৩৬), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চাদলা গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে আব্দুল কাদের (৩৩), বরিশালের মুলাদী থানার বাহেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহ আলম (৩৮)। তাঁরা নিজেদের সাংবাদিক পরিচয় দেন।
এ ছাড়া ভোলার মনপুরা থানার চরজতিন গ্রামের কামাল উদ্দিনের মেয়ে শারমিন নাহারকে (৩০) গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী যুবক ঢাকার ধামরাই থানার দক্ষিণপাড়া থানা রোড এলাকার মো. মান্নানের ছেলে সুমন রেজা (২৭)। তিনি পড়াশোনা শেষ করে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন।
মামলায় জানা গেছে, গতকাল বিকেলে নিজের প্রতিবন্ধী সন্তানের জন্য সাহায্য চেয়ে ভুক্তভোগী যুবককে কৌশলে নিজের বাসায় নিয়ে যান শারমিন নাহার। পরে সেখানে উপস্থিত হয় গ্রেপ্তার হওয়া তিন সহযোগী। এ সময় ঘরে ঢুকে তাঁরা অবৈধ সম্পর্কের কথা বলে ভুক্তভোগীকে আটকে রেখে মারধর করতে থাকেন। পরে তাঁর নগ্ন ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ চান।
মামলায় আরও জানা গেছে, পকেটে থাকা সব টাকাও লুট করে নেন তাঁরা। টাকার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবার বুঝতে পেরে পুলিশকে জানালে তারা ভুক্তভোগী সুমনকে উদ্ধার করে।
পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভুক্তভোগীর লুট হওয়া টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, অভিযানের সময় তিনজন সাংবাদিক হিসেবে পরিচয় দেন। গ্রেপ্তার চারজন মূলত একটি চক্র। তাঁদের মোবাইল ফোনে ভুক্তভোগীর নগ্ন ভিডিও পাওয়া গেছে। মানুষকে ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করাই তাঁদের উদ্দেশ্য। তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী সুমন রেজা।
গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৫ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪