নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাঠে খেলতে চাওয়ায় কয়েকটি শিশুকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রাজধানীর কলাবাগান থানার প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক ও তিনজন কনস্টেবল। তাঁদের ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন। তিনি বলেন, ‘কলাবাগানের ঘটনায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চারজনকে বাচ্চাদের খেলতে বাধা দিতে দেখা গেছে।’
ফারুক হোসেন জানান, ঘটনার তদন্তে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা তদন্ত করে বিস্তারিত জানাবেন।
অভিযোগ উঠেছে, কলাবাগান থানার নতুন ভবন নির্মাণের জন্য যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে সেখানে আশপাশের শিশুরা খেলাধুলা করে। কয়েক দিন আগে ওই মাঠটি ভবন নির্মাণের জন্য কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হয়। মাঠ ফিরে পেতে শিশুরা মানববন্ধনও করে। এরপর কয়েকটি শিশু খেলতে এলে তাদের কান ধরে ওঠবস করায় থানার কয়েকজন পুলিশ সদস্য। সেই সঙ্গে তারা যেন আর কখনো ওই মাঠে খেলতে না আসে, সে ব্যাপারে সতর্ক করে শাসিয়ে দেওয়া হয়।
এই ঘটনা নিয়ে একটি বেসরকারি টেলিভিশন প্রতিবেদন করে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে কলাবাগান থানার চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
মাঠে খেলতে চাওয়ায় কয়েকটি শিশুকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রাজধানীর কলাবাগান থানার প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক ও তিনজন কনস্টেবল। তাঁদের ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন। তিনি বলেন, ‘কলাবাগানের ঘটনায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চারজনকে বাচ্চাদের খেলতে বাধা দিতে দেখা গেছে।’
ফারুক হোসেন জানান, ঘটনার তদন্তে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা তদন্ত করে বিস্তারিত জানাবেন।
অভিযোগ উঠেছে, কলাবাগান থানার নতুন ভবন নির্মাণের জন্য যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে সেখানে আশপাশের শিশুরা খেলাধুলা করে। কয়েক দিন আগে ওই মাঠটি ভবন নির্মাণের জন্য কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হয়। মাঠ ফিরে পেতে শিশুরা মানববন্ধনও করে। এরপর কয়েকটি শিশু খেলতে এলে তাদের কান ধরে ওঠবস করায় থানার কয়েকজন পুলিশ সদস্য। সেই সঙ্গে তারা যেন আর কখনো ওই মাঠে খেলতে না আসে, সে ব্যাপারে সতর্ক করে শাসিয়ে দেওয়া হয়।
এই ঘটনা নিয়ে একটি বেসরকারি টেলিভিশন প্রতিবেদন করে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে কলাবাগান থানার চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
২১ ঘণ্টা আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৫ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
১৭ দিন আগে