নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাঠে খেলতে চাওয়ায় কয়েকটি শিশুকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রাজধানীর কলাবাগান থানার প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক ও তিনজন কনস্টেবল। তাঁদের ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন। তিনি বলেন, ‘কলাবাগানের ঘটনায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চারজনকে বাচ্চাদের খেলতে বাধা দিতে দেখা গেছে।’
ফারুক হোসেন জানান, ঘটনার তদন্তে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা তদন্ত করে বিস্তারিত জানাবেন।
অভিযোগ উঠেছে, কলাবাগান থানার নতুন ভবন নির্মাণের জন্য যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে সেখানে আশপাশের শিশুরা খেলাধুলা করে। কয়েক দিন আগে ওই মাঠটি ভবন নির্মাণের জন্য কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হয়। মাঠ ফিরে পেতে শিশুরা মানববন্ধনও করে। এরপর কয়েকটি শিশু খেলতে এলে তাদের কান ধরে ওঠবস করায় থানার কয়েকজন পুলিশ সদস্য। সেই সঙ্গে তারা যেন আর কখনো ওই মাঠে খেলতে না আসে, সে ব্যাপারে সতর্ক করে শাসিয়ে দেওয়া হয়।
এই ঘটনা নিয়ে একটি বেসরকারি টেলিভিশন প্রতিবেদন করে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে কলাবাগান থানার চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
মাঠে খেলতে চাওয়ায় কয়েকটি শিশুকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রাজধানীর কলাবাগান থানার প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক ও তিনজন কনস্টেবল। তাঁদের ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন। তিনি বলেন, ‘কলাবাগানের ঘটনায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চারজনকে বাচ্চাদের খেলতে বাধা দিতে দেখা গেছে।’
ফারুক হোসেন জানান, ঘটনার তদন্তে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা তদন্ত করে বিস্তারিত জানাবেন।
অভিযোগ উঠেছে, কলাবাগান থানার নতুন ভবন নির্মাণের জন্য যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে সেখানে আশপাশের শিশুরা খেলাধুলা করে। কয়েক দিন আগে ওই মাঠটি ভবন নির্মাণের জন্য কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হয়। মাঠ ফিরে পেতে শিশুরা মানববন্ধনও করে। এরপর কয়েকটি শিশু খেলতে এলে তাদের কান ধরে ওঠবস করায় থানার কয়েকজন পুলিশ সদস্য। সেই সঙ্গে তারা যেন আর কখনো ওই মাঠে খেলতে না আসে, সে ব্যাপারে সতর্ক করে শাসিয়ে দেওয়া হয়।
এই ঘটনা নিয়ে একটি বেসরকারি টেলিভিশন প্রতিবেদন করে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে কলাবাগান থানার চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৪ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৩ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫