Ajker Patrika

খেলার মাঠ ফিরে চাওয়ায় শিশুদের কান ধরিয়ে ওঠবস, ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলার মাঠ ফিরে চাওয়ায় শিশুদের কান ধরিয়ে ওঠবস, ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার

মাঠে খেলতে চাওয়ায় কয়েকটি শিশুকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রাজধানীর কলাবাগান থানার প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক ও তিনজন কনস্টেবল। তাঁদের ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন। তিনি বলেন, ‘কলাবাগানের ঘটনায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চারজনকে বাচ্চাদের খেলতে বাধা দিতে দেখা গেছে।’

ফারুক হোসেন জানান, ঘটনার তদন্তে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা তদন্ত করে বিস্তারিত জানাবেন।

অভিযোগ উঠেছে, কলাবাগান থানার নতুন ভবন নির্মাণের জন্য যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে সেখানে আশপাশের শিশুরা খেলাধুলা করে। কয়েক দিন আগে ওই মাঠটি ভবন নির্মাণের জন্য কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হয়। মাঠ ফিরে পেতে শিশুরা মানববন্ধনও করে। এরপর কয়েকটি শিশু খেলতে এলে তাদের কান ধরে ওঠবস করায় থানার কয়েকজন পুলিশ সদস্য। সেই সঙ্গে তারা যেন আর কখনো ওই মাঠে খেলতে না আসে, সে ব্যাপারে সতর্ক করে শাসিয়ে দেওয়া হয়। 

এই ঘটনা নিয়ে একটি বেসরকারি টেলিভিশন প্রতিবেদন করে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে কলাবাগান থানার চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত