Ajker Patrika

শিবচরে যুবলীগ নেতাকে কুপিয়ে টাকা কেড়ে নিল ডাকাত দল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২: ১৭
শিবচরে যুবলীগ নেতাকে কুপিয়ে টাকা কেড়ে নিল ডাকাত দল

পাঁচ্চর-ভাঙ্গা মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজারসংলগ্ন সড়কে অটোরিকশার গতি রোধ করে শিবচর উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. আজাদ হাওলাদারকে কুপিয়েছে ডাকাতের দল। এ সময় তাঁর কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা কেড়ে নেয় তারা।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজারসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত আজাদ হাওলাদারের বাড়ি উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাঁচিকাটা গ্রামে। বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে ভোরে ভাঙ্গায় যাচ্ছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় আহত হয়েছে আরও দুজন।

জানা গেছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে অটোরিকশায় করে ভাঙ্গায় যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় দুই মাছ বিক্রেতা এবং অটোচালক তাঁর ভাই রকিব হাওলাদার ছিলেন। ভোর ৪টার দিকে তাঁদের অটোরিকশা পুলিয়া এলাকার কাছাকাছি গেলে ৮ থেকে ১০ জনের ডাকাত দল পথ রোধ করে। এ সময় আজাদ হাওলাদারকে কুপিয়ে সঙ্গে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ছাড়া অটোতে থাকা বাকি তিনজনকেও পিটিয়ে জখম করে ডাকাতের দল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর স্ত্রী নুরজাহান আজাদ বলেন, ‘বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে গেলে সড়কে তাঁদের গতি রোধ করে ডাকাতদল। পরে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়। বর্তমানে আজাদ চিকিৎসাধীন রয়েছেন। আমরা থানায় অভিযোগ দিয়েছি।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত