Ajker Patrika

দৌলতদিয়া যৌনপল্লিতে নারীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ

প্রতিনিধি
দৌলতদিয়া যৌনপল্লিতে নারীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ

রাজবাড়ী: গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লির এক নারীকে বিষয় প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। ফারজানা আক্তার মুন্নি (২৬) নামের ওই নারীকে তার কথিত স্বামী বিষ প্রয়োগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। মুন্নির বাড়ি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার গোবিন্দুপর গ্রামে।

কথিত স্বামী রাশেদ খান পাবনা সদর উপজেলার শানিরদিয়া ভবানীপুর গ্রামের ছলিম খানের ছেলে। এ ঘটনার পর থেকে রাশেদ পলাতক।

যৌনপল্লির কয়েকজন জানান, পল্লির কনক মন্ডলের বাড়িতে ভাড়া থাকতেন ফারজানা আক্তার। রাশেদ খান নামের ওই যুবক নিয়মিত তাঁর কাছে যাতায়াত করতেন। ২০২০ সালের ১০ সেপ্টেম্বর ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে তাঁদের বিয়ে হয়।

গতকাল রোববার দিবাগত রাতে হঠাৎ করে মুন্নি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় পল্লি চিকিৎসকের মাধ্যমে মধ্য রাতে তাঁর শরীরে স্যালাইন পুশ করা হয়। ভোরে স্যালাইন প্রায় শেষ হয়ে এলে রাশেদ আরেকটি সিরিঞ্জের মাধ্যমে তাঁর শিরায় বিষ পুশ করেন। কিছুক্ষণের মধ্যে মুন্নির অবস্থার অবনতি হলে স্থানীয়রা আজ সোমবার সকাল ৭টার দিকে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে মুন্নির মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ বলেন, সকাল ৭টার কিছু পর মুন্নিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে অর্গানিক ফসফরাস কম্পাউন্ড (ওপিসি) জাতীয় বিষ প্রয়োগ করা হয়েছে। বিষ তাঁর সাঁরা শরীরে ছড়িয়ে পড়লে বমি হওয়াসহ বিষ প্রয়োগের যাবতীয় লক্ষণ দেখা দেয়। বিষয়টি বুঝতে পেরেই দ্রুত তাঁকে ফরিদপুরে স্থানান্তর করা হয়। বিকেলে তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এর আগে সকালে গোয়ালন্দ ঘাট থানার এসআই মামুন মিয়া ও এসআই দেওয়ান শামীম হাসপাতালে পৌঁছান।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, বিকেলেই মুন্নি ফরিদপুর হাসপাতালে মারা যাওয়ার খবর পেয়েছি। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ এলাকায় আসবে। এখন পর্যন্ত পরিবার থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত