Ajker Patrika

চোরাই মাইক্রোবাস হয়ে গেল অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫: ৪৩
চোরাই মাইক্রোবাস হয়ে গেল অ্যাম্বুলেন্স

মহামারিতে বেড়েছে রোগী, হাসপাতালে ভিড়। রাজধানীতে রাস্তায় কান পাতলেই শোনা যায় অ্যাম্বুলেন্সের সাইরেন। তেমনই একটি অ্যাম্বুলেন্সে চলছিল রোগী পরিবহন, ৯৯৯ এর অন্তর্ভুক্ত তথ্যও লেখা আছে তার গায়ে। কিন্তু বাঁধ সাধল বেরসিক পুলিশ। পাকড়াও করা হলো সেই অ্যাম্বুলেন্স ও তাঁর মালিককে। 

কেননা চুরি করা একটি মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে দিব্যি তা চালানো হচ্ছিল পুলিশের চোখের সামনেই। ২১ আগস্ট (শনিবার) রাজধানীর ওয়ারীর ওয়্যার স্ট্রিট এলাকা থেকে চোরাই মাইক্রোবাসসহ হাসান নামের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। 

সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, আমাদের কাছে খবর আসে চোরাই একটি মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স হিসেবে রোগী পরিবহন করার কাজে ব্যবহার করা হচ্ছে। এরপর অভিযান করে সেটি উদ্ধার করা হয়। 

অভিযুক্ত হাসান চোরাই টয়োটা মাইক্রোবাসটির ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে এ কাজ করছিল বলে জানায় পুলিশ। এ বিষয়ে ওয়ারী থানায় মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত