Ajker Patrika

বৃদ্ধাকে মৃত দেখিয়ে আরেকজনকে বয়স্কভাতার কার্ড দিয়েছেন ইউপি সদস্য

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

ঢাকার ধামরাইয়ে বয়স্ক ভাতা পাচ্ছিলেন ফুল খাতুন বেগম (৮৫)। হঠাৎ টাকা আসা বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁকে মৃত দেখিয়ে সে স্থলে আরেক নারীকে বয়স্ক ভাতার কার্ড করিয়ে দেওয়া হয়েছে। এই কাজটি করেছেন ইউপি সদস্য আব্দুল মান্নান।

ভুক্তভোগী ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গরুগ্রাম এলাকার মৃত আব্দুল গফুরের স্ত্রী ফুল খাতুন বেগম। তিনি পাঁচ বছর ধরে বয়স্ক ভাতা পেয়ে আসছিলেন। যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল দেওয়ানের সুপারিশে তৎকালীন ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিজু তাঁকে কার্ড করে দেন। 

সেসময় থেকেই ফুল খাতুন প্রতি তিন মাস অন্তর ১ হাজার ৫০০ টাকা করে পেতেন। কিন্তু হঠাৎ টাকা না আসায় তিনি ধামরাই উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁকে মৃত দেখি কার্ড বাতিল করা হয়েছে। সে স্থলে ফুলবানু নামের এক বৃদ্ধাকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। 

ভুক্তভোগী ফুল খাতুন বেগম বলেন, ‘প্রতিবারই আমি টাকা পেয়েছি। কিন্তু এবার টাকা না পাওয়াতে উপজেলা সমাজ সেবা অফিসে গিয়ে জানতে পারি আমাকে মৃত দেখিয়ে ফুলবানুর নামে অন্য আরেক জনকে ভাতার কার্ড করে দিয়েছে মেম্বার আব্দুল মান্নান। আমি জীবিত থাকার পরও মেম্বার মান্নান আমাকে মৃত দেখিয়ে আরেকজনের নামে কীভাবে কার্ড করে দিল? আমি গরিব মানুষ, এই টাকা দিয়ে ওষুধ কিনে খেয়ে বেঁচে আছি। আমি এর বিচার চাই।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যাদবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ‘আমি সাংবাদিকদের কাছে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি না। আমি কিছুই জানি না। আপনারা যা পারেন তাই করেন গা!’ 

যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানতাম না। আপনার কাছ থেকেই শুনলাম। তবে মেম্বার যদি এ রকম সত্যি করে থাকেন তাহলে বিষয়টি খারাপ করেছে। প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

ধামরাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি বিষয়টা জানি না। তবে কেউ যদি নাম পরিবর্তন করে তাহলে চেয়ারম্যানের রেজুলেশন লাগে। যদি মেম্বার এমন কাজ করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত