নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর উত্তরায় ছিনতাই হওয়া ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকার মধ্যে আরো ৫৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ জানান, এ ঘটনায় আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পর্যন্ত রাজধানীর কড়াইল বস্তির বউবাজার, নেত্রকোনা ও খুলনা থেকে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন আকাশ, মিলন ও হৃদয়।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ ঘটনায় মাস্টারমাইন্ড আকাশ ও সোহেল রানা নামে দুজন। এর মধ্যে আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেলকে গ্রেপ্তার করা গেলে ঘটনার পুরোটা নিশ্চিত হওয়া যাবে।’
পুলিশের এই কর্মকর্তা জানান, ৯ মার্চ ঘটনার দিনই উদ্ধার করা হয় ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। পরে ১১ মার্চ রাতে আরো ২ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়।
সব মিলে ডাচ্-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া মোট ৭ কোটি ১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধারের পাশাপাশি ১১ জন গ্রেপ্তার হয়েছে বলে জানান হারুন-অর-রশীদ।
রাজধানীর উত্তরায় ছিনতাই হওয়া ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকার মধ্যে আরো ৫৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ জানান, এ ঘটনায় আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পর্যন্ত রাজধানীর কড়াইল বস্তির বউবাজার, নেত্রকোনা ও খুলনা থেকে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন আকাশ, মিলন ও হৃদয়।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ ঘটনায় মাস্টারমাইন্ড আকাশ ও সোহেল রানা নামে দুজন। এর মধ্যে আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেলকে গ্রেপ্তার করা গেলে ঘটনার পুরোটা নিশ্চিত হওয়া যাবে।’
পুলিশের এই কর্মকর্তা জানান, ৯ মার্চ ঘটনার দিনই উদ্ধার করা হয় ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। পরে ১১ মার্চ রাতে আরো ২ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়।
সব মিলে ডাচ্-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া মোট ৭ কোটি ১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধারের পাশাপাশি ১১ জন গ্রেপ্তার হয়েছে বলে জানান হারুন-অর-রশীদ।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪