Ajker Patrika

সাবেক প্রেমিকাদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে ধরা ৪ তরুণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১০: ৩৪
সাবেক প্রেমিকাদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে ধরা ৪ তরুণ

সাবেক প্রেমিকাদের একান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সংস্থাটি বলছে, সাবেক প্রেমিকাদের হয়রানি করতে আপত্তিকর বিভিন্ন কনটেন্ট ‘পমপম গ্রুপ’–এর কাছে দিয়েছিলেন তাঁরা। 

আজ বৃহস্পতিবার সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। 

গতকাল বুধবার ঢাকার সাভার, মিরপুর, উত্তরা ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশের একটি দল। 

গ্রেপ্তারকৃতরা হলেন ফাইজুল মল্লিক (২১), আশরাফুল প্রত্যয় (১৯), সাফিন রহমান (১৮) ও তামিম রহমান (২১)। 
 
সিআইডি জানায়, গত ২১ মে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ‘পমপম গ্রুপ’-এর মূল হোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে হাজার হাজার কিশোরী-তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে অর্থ দাবি করতেন। এ ছাড়া এসব ছবি-ভিডিও বিক্রি করে তাঁরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। 

পুলিশ কর্মকর্তা আজাদ রহমান বলেন, ‘প্রতিটি ঘটনাতেই আমরা লক্ষ করেছি, অতি অল্প বয়সে অনলাইনের অন্ধকার জগতে ঢুকে পড়েছেন অভিযুক্ত তরুণেরা। বাবা-মায়ের উদাসীনতা এবং অতিরিক্ত আদর-ভালোবাসার সুযোগে কখনো মোবাইল গেমস খেলার আড়ালে, কখনো পড়াশোনার খরচের কথা বলে বিপুল অঙ্কের অর্থ নিয়ে বিপথে পা বাড়িয়েছেন তাঁরা। ভুক্তভোগী মেয়েরা তাদের একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও আদান-প্রদান করে যেমন ভুল করেছে, তার চেয়েও ভয়ানক অপরাধ করেছেন এসব তরুণ। তাঁরা সেসব ছবি টেলিগ্রাম গ্রুপগুলোতে ভাইরাল করেছে। প্রতিটি ঘটনায় ভুক্তভোগীদের কান্না ও অসহায়ত্বই যেন আসামিদের আনন্দের উপলক্ষ তৈরি করেছে!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত