Ajker Patrika

গাজীপুরে ছুরিকাঘাতে নারী পোশাক কর্মী নিহত, অভিযুক্ত যুবক আটক

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ছুরিকাঘাতে নারী পোশাক কর্মী নিহত, অভিযুক্ত যুবক আটক

গাজীপুরে ছুরিকাঘাতে এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোর্পদ করেছে। রোববার রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

চান্দনা চৌরাস্তা এলাকায় টিএম ফ্যাশন গার্মেন্টসে কাটিং অপারেটরব হিসেবে কাজ করা এই পোশাক কর্মীর নাম তানজিনা (১৭)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর থানার দক্ষিণ নিয়ামতপুর আদানীর মোড় এলাকার মো. তাজুল ইসলামের মেয়ে। আটক যুবকের নাম মো. ফয়সাল (২৬)। ফয়সাল গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার শহীদুল্লাহর ছেলে। 

স্থানীয়রা জানায়, রোববার রাত ৮টার দিকে কারখানা ছুটির পর ওই নারী পোশাক কর্মী কারখানা থেকে বাসায় ফিরছিলেন। পথে চান্দনা চৌরাস্তা থেকে একটি গলির ভেতর দিয়ে যাওয়ার সময় ওই যুবক তাঁর গতিরোধ করে। পরে তাঁদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে যুবক ছুরিকাঘাত করলে তানজিনা গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, নিহত পোশাক কর্মী ও আটক যুবক একই কারখানায় কাজ করত। ওই যুবক বিভিন্ন সময় মেয়েটিকে বিরক্ত করত। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে যুবকের চাকরি চলে যায়। ঘটনার সময় এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ওই যুবক ছুরি দিয়ে আঘাত করলে হাসপাতালে ওই নারী পোশাক কর্মীর মৃত্যু হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত