Ajker Patrika

ছিনতাই মামলায় জামিন পেয়ে মোটরসাইকেল শোডাউন করলেন ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

কিশোরগঞ্জের ভৈরব পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাব্বির মিয়া। ছিনতাইয়ের অভিযোগে গত মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দু’দিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় আসেন সাব্বির। তখন একাধিক ফুলের মালা দিয়ে মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়। মোটরসাইকেল শোডাউনে হাততালি দিয়ে ‘সাব্বির ভাই, সাব্বির ভাই’ বলে স্লোগান দিচ্ছিলেন সমর্থকেরা।

শোডাউন শেষে সংসদ নির্বাচনকালীন ভৈরব পৌর শহরের ১০ নং ওয়ার্ডের আওয়ামী লীগ অফিসে বক্তব্য দেন সাব্বির মিয়া। বক্তব্যে বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তিন দিন জেল খেটেছেন, ছয় মাস খাটলেও তাঁর প্রতি মানুষের ভালোবাসা কমবে না!

এ বিষয়ে ভৈরব পৌর এলাকার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, যে অফিসে সাব্বির বক্তব্য দিয়েছেন সেটি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নয়। সংসদ নির্বাচনের সময় এটি ভাড়া নেওয়া হয়েছিল। বর্তমানে এটি বন্ধ। আর সাব্বিরকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ মার্চ সন্ধ্যায় ভৈরব পৌর শহরের রাণী বাজারের ব্যবসায়ী মোক্তার হোসেন মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। উপজেলার চন্ডিবের ব্রিজের কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন লোক দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর গতিরোধ করে। এরপর তাঁকে মারপিট করে সঙ্গে থাকা ৫ লাখ টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।

পরে ভৈরব থানায় ওই ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়। মামলায় পৌর শহরের চন্ডিবের মির্জা চত্বর থেকে অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে ছিনতাইকৃত ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্ডিবের এলাকা থেকে সাদির মিয়াকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে ৩ তিন লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকা থেকে আরিয়ান মিয়াকে গ্রেপ্তার করে তাঁর হেফাজত থেকে ৪০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৯২  হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাব্বির মিয়াকেও (পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক) একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার ভৈরব ছাত্রলীগের সভাপতি ছালেম রহমান মিকদাত ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের নীতি–আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে সাংস্কৃতিক সম্পাদক সাব্বির মিয়াকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, ‘সাব্বিরকে ভৈরব পৌর ছাত্রলীগ এরই মধ্যে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাঁকে বহিষ্কারের জন্য আমরা কেন্দ্রে সুপারিশ করব।’

এদিকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে গত বুধবার (২০ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা, বদলির মুখে ওসি-এসআই

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত