কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাব্বির মিয়া। ছিনতাইয়ের অভিযোগে গত মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দু’দিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় আসেন সাব্বির। তখন একাধিক ফুলের মালা দিয়ে মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়। মোটরসাইকেল শোডাউনে হাততালি দিয়ে ‘সাব্বির ভাই, সাব্বির ভাই’ বলে স্লোগান দিচ্ছিলেন সমর্থকেরা।
শোডাউন শেষে সংসদ নির্বাচনকালীন ভৈরব পৌর শহরের ১০ নং ওয়ার্ডের আওয়ামী লীগ অফিসে বক্তব্য দেন সাব্বির মিয়া। বক্তব্যে বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তিন দিন জেল খেটেছেন, ছয় মাস খাটলেও তাঁর প্রতি মানুষের ভালোবাসা কমবে না!
এ বিষয়ে ভৈরব পৌর এলাকার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, যে অফিসে সাব্বির বক্তব্য দিয়েছেন সেটি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নয়। সংসদ নির্বাচনের সময় এটি ভাড়া নেওয়া হয়েছিল। বর্তমানে এটি বন্ধ। আর সাব্বিরকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ মার্চ সন্ধ্যায় ভৈরব পৌর শহরের রাণী বাজারের ব্যবসায়ী মোক্তার হোসেন মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। উপজেলার চন্ডিবের ব্রিজের কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন লোক দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর গতিরোধ করে। এরপর তাঁকে মারপিট করে সঙ্গে থাকা ৫ লাখ টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
পরে ভৈরব থানায় ওই ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়। মামলায় পৌর শহরের চন্ডিবের মির্জা চত্বর থেকে অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে ছিনতাইকৃত ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্ডিবের এলাকা থেকে সাদির মিয়াকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে ৩ তিন লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকা থেকে আরিয়ান মিয়াকে গ্রেপ্তার করে তাঁর হেফাজত থেকে ৪০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৯২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাব্বির মিয়াকেও (পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক) একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার ভৈরব ছাত্রলীগের সভাপতি ছালেম রহমান মিকদাত ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের নীতি–আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে সাংস্কৃতিক সম্পাদক সাব্বির মিয়াকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, ‘সাব্বিরকে ভৈরব পৌর ছাত্রলীগ এরই মধ্যে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাঁকে বহিষ্কারের জন্য আমরা কেন্দ্রে সুপারিশ করব।’
এদিকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে গত বুধবার (২০ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কিশোরগঞ্জের ভৈরব পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাব্বির মিয়া। ছিনতাইয়ের অভিযোগে গত মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দু’দিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় আসেন সাব্বির। তখন একাধিক ফুলের মালা দিয়ে মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়। মোটরসাইকেল শোডাউনে হাততালি দিয়ে ‘সাব্বির ভাই, সাব্বির ভাই’ বলে স্লোগান দিচ্ছিলেন সমর্থকেরা।
শোডাউন শেষে সংসদ নির্বাচনকালীন ভৈরব পৌর শহরের ১০ নং ওয়ার্ডের আওয়ামী লীগ অফিসে বক্তব্য দেন সাব্বির মিয়া। বক্তব্যে বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তিন দিন জেল খেটেছেন, ছয় মাস খাটলেও তাঁর প্রতি মানুষের ভালোবাসা কমবে না!
এ বিষয়ে ভৈরব পৌর এলাকার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, যে অফিসে সাব্বির বক্তব্য দিয়েছেন সেটি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নয়। সংসদ নির্বাচনের সময় এটি ভাড়া নেওয়া হয়েছিল। বর্তমানে এটি বন্ধ। আর সাব্বিরকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ মার্চ সন্ধ্যায় ভৈরব পৌর শহরের রাণী বাজারের ব্যবসায়ী মোক্তার হোসেন মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। উপজেলার চন্ডিবের ব্রিজের কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন লোক দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর গতিরোধ করে। এরপর তাঁকে মারপিট করে সঙ্গে থাকা ৫ লাখ টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
পরে ভৈরব থানায় ওই ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়। মামলায় পৌর শহরের চন্ডিবের মির্জা চত্বর থেকে অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে ছিনতাইকৃত ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্ডিবের এলাকা থেকে সাদির মিয়াকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে ৩ তিন লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকা থেকে আরিয়ান মিয়াকে গ্রেপ্তার করে তাঁর হেফাজত থেকে ৪০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৯২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাব্বির মিয়াকেও (পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক) একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার ভৈরব ছাত্রলীগের সভাপতি ছালেম রহমান মিকদাত ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের নীতি–আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে সাংস্কৃতিক সম্পাদক সাব্বির মিয়াকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, ‘সাব্বিরকে ভৈরব পৌর ছাত্রলীগ এরই মধ্যে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাঁকে বহিষ্কারের জন্য আমরা কেন্দ্রে সুপারিশ করব।’
এদিকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে গত বুধবার (২০ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫