সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটকে রেখে ও মারধর করে বিকাশে ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে একটি চক্র। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোখলেছুর নামে একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে এই ঘটনায় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ছাত্র শান্ত। এর আগে সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান নেত্রকোনা জেলার মদন থানার গঙ্গানগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে আশুলিয়ার জামগড়ায় বসবাস করে। বিকাশ লেনদেনের সূত্র ধরে মোখলেছুর রহমানকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
শান্ত মিয়া জাবির পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানায়।
এজাহার সূত্রে ও ভুক্তভোগী ছাত্রের সঙ্গে কথা বলে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুরের একটি গোডাউনের মালামাল দেখে ফেরার পথে কয়েকজন তাঁর গতিরোধ করে। এ সময় দৌড়ে পালাতে গেলে তারাও পিছু নেয়। বাসে উঠলেও তারা বাস থেকে টেনে নামিয়ে নেয়। পরে তাঁকে ধরে মারধর করে জামগড়া রূপায়ণ সিটির কাশবনে নিয়ে গলায় ছুরি ঠেকিয়ে তার টাকা লুটে নেয়। হাত-পা বেঁধে মাটিতে ফেলে গাছের গুঁড়ি চাপা দিয়ে রাখে তাঁকে। এ সময় তাঁর মোবাইলের নগদ ও বিকাশের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা আদায় করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটকে রেখে ও মারধর করে বিকাশে ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে একটি চক্র। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোখলেছুর নামে একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে এই ঘটনায় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ছাত্র শান্ত। এর আগে সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান নেত্রকোনা জেলার মদন থানার গঙ্গানগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে আশুলিয়ার জামগড়ায় বসবাস করে। বিকাশ লেনদেনের সূত্র ধরে মোখলেছুর রহমানকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
শান্ত মিয়া জাবির পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানায়।
এজাহার সূত্রে ও ভুক্তভোগী ছাত্রের সঙ্গে কথা বলে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুরের একটি গোডাউনের মালামাল দেখে ফেরার পথে কয়েকজন তাঁর গতিরোধ করে। এ সময় দৌড়ে পালাতে গেলে তারাও পিছু নেয়। বাসে উঠলেও তারা বাস থেকে টেনে নামিয়ে নেয়। পরে তাঁকে ধরে মারধর করে জামগড়া রূপায়ণ সিটির কাশবনে নিয়ে গলায় ছুরি ঠেকিয়ে তার টাকা লুটে নেয়। হাত-পা বেঁধে মাটিতে ফেলে গাছের গুঁড়ি চাপা দিয়ে রাখে তাঁকে। এ সময় তাঁর মোবাইলের নগদ ও বিকাশের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা আদায় করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪