সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটকে রেখে ও মারধর করে বিকাশে ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে একটি চক্র। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোখলেছুর নামে একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে এই ঘটনায় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ছাত্র শান্ত। এর আগে সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান নেত্রকোনা জেলার মদন থানার গঙ্গানগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে আশুলিয়ার জামগড়ায় বসবাস করে। বিকাশ লেনদেনের সূত্র ধরে মোখলেছুর রহমানকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
শান্ত মিয়া জাবির পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানায়।
এজাহার সূত্রে ও ভুক্তভোগী ছাত্রের সঙ্গে কথা বলে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুরের একটি গোডাউনের মালামাল দেখে ফেরার পথে কয়েকজন তাঁর গতিরোধ করে। এ সময় দৌড়ে পালাতে গেলে তারাও পিছু নেয়। বাসে উঠলেও তারা বাস থেকে টেনে নামিয়ে নেয়। পরে তাঁকে ধরে মারধর করে জামগড়া রূপায়ণ সিটির কাশবনে নিয়ে গলায় ছুরি ঠেকিয়ে তার টাকা লুটে নেয়। হাত-পা বেঁধে মাটিতে ফেলে গাছের গুঁড়ি চাপা দিয়ে রাখে তাঁকে। এ সময় তাঁর মোবাইলের নগদ ও বিকাশের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা আদায় করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটকে রেখে ও মারধর করে বিকাশে ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে একটি চক্র। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোখলেছুর নামে একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে এই ঘটনায় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ছাত্র শান্ত। এর আগে সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান নেত্রকোনা জেলার মদন থানার গঙ্গানগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে আশুলিয়ার জামগড়ায় বসবাস করে। বিকাশ লেনদেনের সূত্র ধরে মোখলেছুর রহমানকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
শান্ত মিয়া জাবির পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানায়।
এজাহার সূত্রে ও ভুক্তভোগী ছাত্রের সঙ্গে কথা বলে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুরের একটি গোডাউনের মালামাল দেখে ফেরার পথে কয়েকজন তাঁর গতিরোধ করে। এ সময় দৌড়ে পালাতে গেলে তারাও পিছু নেয়। বাসে উঠলেও তারা বাস থেকে টেনে নামিয়ে নেয়। পরে তাঁকে ধরে মারধর করে জামগড়া রূপায়ণ সিটির কাশবনে নিয়ে গলায় ছুরি ঠেকিয়ে তার টাকা লুটে নেয়। হাত-পা বেঁধে মাটিতে ফেলে গাছের গুঁড়ি চাপা দিয়ে রাখে তাঁকে। এ সময় তাঁর মোবাইলের নগদ ও বিকাশের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা আদায় করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১০ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২২ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫