ঢামেক প্রতিবেদক
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে থেমে থাকা একটি ট্রেনে ১৭ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পাঁচজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানার পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সুমন (২১), নাঈম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০), রোমান প্রকাশ কালু (২২)। এ ঘটনায় ইমরান (২০) নামে এক যুবক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজ শনিবার দুপুরে ভুক্তভোগী ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিয়ে যায় ঢাকা রেলওয়ে থানার পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে জানান, ওই কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায়। সেখান থেকে বাবা-মায়ের সঙ্গে রাগ করে শুক্রবার হাওর এক্সপ্রেসে চড়ে রাতে ঢাকার কমলাপুর স্টেশনে আসে। সেখানে ৪/৫ নম্বর প্ল্যাটফর্মে বসে থাকা অবস্থায় পানি বিক্রেতা ইমরান নামে এক যুবকের সঙ্গে তার কথা হয়। তিনি ওই তরুণীকে প্ল্যাটফর্মের একটি বেঞ্চে শুয়ে থাকতে বলেন। পরে রাত হয়ে গেলে কিশোরীকে ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তুরাগ কমিউনিটি লোকাল ট্রেনের বগিতে নিয়ে পাঁচজন মিলে ধর্ষণ করেন। এ সময় রাত ১টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে সেখান দিয়ে যাতায়াত করতে দেখে তাঁরা ভয়ে পালিয়ে যান। তখন নিরাপত্তাকর্মীর সন্দেহ হলে তিনি উঁকি দিয়ে দেখেন, রেলের বগিতে ওই কিশোরী পড়ে আছে। এরপর থানায় খবর দিলে কিশোরীকে উদ্ধার করা হয়।
এসআই জানান, রাতেই ওই কিশোরীর মাধ্যমে স্টেশন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ইমরান নামে অভিযুক্ত যুবক এখনো পলাতক।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে থেমে থাকা একটি ট্রেনে ১৭ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পাঁচজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানার পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সুমন (২১), নাঈম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০), রোমান প্রকাশ কালু (২২)। এ ঘটনায় ইমরান (২০) নামে এক যুবক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজ শনিবার দুপুরে ভুক্তভোগী ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিয়ে যায় ঢাকা রেলওয়ে থানার পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে জানান, ওই কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায়। সেখান থেকে বাবা-মায়ের সঙ্গে রাগ করে শুক্রবার হাওর এক্সপ্রেসে চড়ে রাতে ঢাকার কমলাপুর স্টেশনে আসে। সেখানে ৪/৫ নম্বর প্ল্যাটফর্মে বসে থাকা অবস্থায় পানি বিক্রেতা ইমরান নামে এক যুবকের সঙ্গে তার কথা হয়। তিনি ওই তরুণীকে প্ল্যাটফর্মের একটি বেঞ্চে শুয়ে থাকতে বলেন। পরে রাত হয়ে গেলে কিশোরীকে ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তুরাগ কমিউনিটি লোকাল ট্রেনের বগিতে নিয়ে পাঁচজন মিলে ধর্ষণ করেন। এ সময় রাত ১টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে সেখান দিয়ে যাতায়াত করতে দেখে তাঁরা ভয়ে পালিয়ে যান। তখন নিরাপত্তাকর্মীর সন্দেহ হলে তিনি উঁকি দিয়ে দেখেন, রেলের বগিতে ওই কিশোরী পড়ে আছে। এরপর থানায় খবর দিলে কিশোরীকে উদ্ধার করা হয়।
এসআই জানান, রাতেই ওই কিশোরীর মাধ্যমে স্টেশন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ইমরান নামে অভিযুক্ত যুবক এখনো পলাতক।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
১ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৪ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৫ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
১৭ দিন আগে