Ajker Patrika

বিচারপতির পতাকাবাহী গাড়িতে করে প্রেম, যুগলের সাজা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারপতির পতাকাবাহী গাড়িতে করে প্রেম, যুগলের সাজা 

হীরা বাবু সিংহ। হাইকোর্টের একজন বিচারকের গাড়ির চালক তিনি। আর ওই গাড়ি নিয়েই প্রেম করতে গিয়েছিলেন। পতাকাবাহী গাড়িতে করেই দুজনে ঘোরাঘুরি করেন। এমনকি পতাকাবাহী গাড়িসহ যুগল–ছবি তুলে ফেসবুকে পোস্টও করা হয়। পরে বিষয়টি হাইকোর্টের নজরে আসে। 

আজ মঙ্গলবার ওই যুগলকে সাজা দেন হাইকোর্ট। এর মধ্যে হীরা বাবু সিংহকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর তাঁর সঙ্গে ঘুরতে যাওয়া নারী সাবাতানি ববিকে দেওয়া হয়েছে ছয় মাসের কারাদণ্ড। সাবাতানিই ওই ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। 

সুপ্রিম কোর্টের কর্মচারীরা জানিয়েছেন, হীরা বাবু ও সাবাতানি বিবাহিত। 

এদিকে সাজা দেওয়ার পর দুজনকে শাহবাগ থানায় হস্তান্তর করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘ওই চালক অনেক দিন ধরেই কারও গাড়ি চালাচ্ছেন না। তাঁর বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে। আইন অনুযায়ী, কোনো বিচারপতি গাড়িতে থাকলেই কেবল পতাকা ওড়ানো যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত