Ajker Patrika

আশুলিয়ায় বহুতল ভবন থেকে গলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, সাভার (ঢাকা)
আশুলিয়ায় বহুতল ভবন থেকে গলিত মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে টয়লেটের পানির ড্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মরদেহের দৈহিক গঠন দেখে বুঝতে পারছিল না নারীর নাকি পুরুষ। পরনে থাকা প্যান্ট দেখে পুরুষ বলে অনুমান করছে পুলিশ। 

শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার হিয়ন গার্মেন্টস কারখানার পাশে ইদ্রিস কাজীর মালিকানাধীন পাঁচ তলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক কাজী নাসের আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

বাড়ির মালিকের স্ত্রী নাছরিন কাজী বলেন, গত তিন দিন ধরে ওই ফ্ল্যাটের সামনে থেকে দুর্গন্ধ আসছিল। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে অন্য ভাড়াটিয়া বিষয়টি তাঁদের ফোন করে জানায়। এরপর তাঁরা এসে ভাড়াটিয়াদের নিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় টয়লেটের ভেতর পানির ড্রামের মধ্যে ওই ব্যক্তির মরদেহ উপুড় করে রাখা অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

এস আই কাজী নাসের বলেন, ‘লাশটা পচে প্রায় কঙ্কাল হয়ে গেছে। লাশের অবস্থা এতটাই বিকৃত যে তাঁর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। নারী নাকি পুরুষ তা আমরা পরিহিত প্যান্ট দেখে বুঝতে পেরেছি। এই রুমে যে ভাড়া থাকতেন সেই ব্যক্তির পরিচয় আমরা জানার চেষ্টা করছি। তিনি তাঁর বাসায় একেকবার একেক জনকে নিয়ে আসতেন জানিয়েছেন প্রতিবেশীরা।’ 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আশুলিয়া থানা–পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই তদন্তের জন্য ঘটনাস্থলে আসছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত