Ajker Patrika

সিনহা হত্যা মামলা: যাবজ্জীবনপ্রাপ্ত সাগর-রুবেলের আপিল শুনানির জন্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিনহা হত্যা মামলা: যাবজ্জীবনপ্রাপ্ত সাগর-রুবেলের আপিল শুনানির জন্য গ্রহণ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাগর দেব ও রুবেল শর্মার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ এই আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় করা মামলায় গত ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া সাতজনকে খালাস দেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার যাবতীয় নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আপিল করেন আসামিরা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া এসআই নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত