Ajker Patrika

আইনজীবীর স্বাক্ষর জাল করে জামিন জালিয়াতি, হাইকোর্টের আদেশ রোববার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুন ২০২৩, ১০: ৪৪
আইনজীবীর স্বাক্ষর জাল করে জামিন জালিয়াতি, হাইকোর্টের আদেশ রোববার

হত্যা মামলার চার আসামির আইনজীবীর স্বাক্ষর জাল করে জামিন জালিয়াতির ঘটনা ধরা পড়েছে হাইকোর্টে। এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার (১১ জুন) দিন ধার্য করেছেন আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

খুনের ঘটনায় চলতি বছরের ২৮ মার্চ সুনামগঞ্জ থানায় দায়ের করা মামলায় আসামি করা হয় আয়নুল হোসেন, আনোয়ার হোসেন, নায়েব আলী ও আম্বিয়া খাতুনকে। তাঁরা গত ৬ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। পরে আত্মসমর্পণ না করে এবং তথ্য গোপন করে গত ২২ মে অপর একটি বেঞ্চ থেকে আবারও ছয় সপ্তাহের আগাম জামিন নেন আসামিরা। 

এদিকে বিষয়টি জানতে পেরে গত ৫ জুন তা বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। গত ৭ জুন এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। ওই দিন আগাম জামিন আবেদনকারীদের আইনজীবী হাজির হয়ে বলেন, তাঁর সাক্ষর জাল করে আবেদন করা হয়েছে এবং তিনি এই মামলা ফাইল এবং শুনানি করেননি। 

এই মামলার ওকালতনামায় ওই আইনজীবীর নাম ছাড়া আরও তিন আইনজীবীর নাম উল্লেখ রয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে শুনানি শেষে আগামী রোববার আদেশের জন্য দিন ধার্য করেন হাইকোর্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত