ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতার মারপিটের শিকার হয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দুজন ইউনিয়ন চেয়ারম্যানের উপস্থিতিতে গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়টির সকল শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী।
বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করতে সভা ডাকেন প্রধান শিক্ষক আবু হানিফ। ওই সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, রসুলপুর ও লক্ষিন্দর ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে মো. এমদাদ সরকার একাব্বর আলীসহ বিদ্যালয়ের অভিভাবক ও অন্যান্য সদস্যরা উপস্থিত হন। সভার শুরুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরকারি বিধি মোতাবেক কীভাবে সভাপতি নির্বাচিত হবেন এ নিয়ে আলোচনা শুরু করেন। আলোচনার একপর্যায়ে স্থানীয় পেচারআটা মাটিয়াআটা দাখিল মাদরাসার অফিস সহকারী ও রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে চুন্নু তাঁর কথা থামিয়ে দেন। তিনি হাজী আব্দুল মজিদকে সভাপতি নির্বাচিত করার জন্য চাপ প্রয়োগ করেন।
এ সময় সভায় উপস্থিত আব্দুল কুদ্দুস মিয়া তার কথায় সাড়া না দিয়ে বিধি মোতাবেক কমিটির সভাপতি নির্বাচিত করার প্রস্তাব দেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাদ্রাসার অফিস সহকারী চুন্নু ক্ষিপ্ত হয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককের টেবিলে থাকা ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এতে প্রধান শিক্ষক বাধা দিলে তাকে মারপিট করেন এবং নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজ ছিঁড়ে ফেলেন। এ নিয়ে এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত মাধ্যমিক শিক্ষা অফিসার স্থানীয় ইউএনও কে বিষয়টি অবহিত করেন এবং সভাপতি নির্বাচন স্থগিত করে চলে আসেন।
এ ব্যাপারে রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদ সরকারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমার উপস্থিতিতে ঘটেছে। আমি বিষয়টি উপজেলা নিবার্হী অফিসারকে জানিয়েছি।
ঘটনার ব্যাপারে অভিযুক্ত অফিস সহকারী মোহাম্মদ আলী জিন্নাহ চুন্নুর মোবাইল নম্বরে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।
প্রধান শিক্ষক আবু হানিফ জানান, অফিসের কাগজপত্র ছিঁড়ে ফেলা ও আমাকে মারপিটের ঘটনাটি সত্য। এ বিষয়ে ঘাটাইল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারও বিষয়টি অবগত আছেন।
এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকও এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতার মারপিটের শিকার হয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দুজন ইউনিয়ন চেয়ারম্যানের উপস্থিতিতে গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়টির সকল শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী।
বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করতে সভা ডাকেন প্রধান শিক্ষক আবু হানিফ। ওই সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, রসুলপুর ও লক্ষিন্দর ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে মো. এমদাদ সরকার একাব্বর আলীসহ বিদ্যালয়ের অভিভাবক ও অন্যান্য সদস্যরা উপস্থিত হন। সভার শুরুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরকারি বিধি মোতাবেক কীভাবে সভাপতি নির্বাচিত হবেন এ নিয়ে আলোচনা শুরু করেন। আলোচনার একপর্যায়ে স্থানীয় পেচারআটা মাটিয়াআটা দাখিল মাদরাসার অফিস সহকারী ও রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে চুন্নু তাঁর কথা থামিয়ে দেন। তিনি হাজী আব্দুল মজিদকে সভাপতি নির্বাচিত করার জন্য চাপ প্রয়োগ করেন।
এ সময় সভায় উপস্থিত আব্দুল কুদ্দুস মিয়া তার কথায় সাড়া না দিয়ে বিধি মোতাবেক কমিটির সভাপতি নির্বাচিত করার প্রস্তাব দেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাদ্রাসার অফিস সহকারী চুন্নু ক্ষিপ্ত হয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককের টেবিলে থাকা ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এতে প্রধান শিক্ষক বাধা দিলে তাকে মারপিট করেন এবং নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজ ছিঁড়ে ফেলেন। এ নিয়ে এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত মাধ্যমিক শিক্ষা অফিসার স্থানীয় ইউএনও কে বিষয়টি অবহিত করেন এবং সভাপতি নির্বাচন স্থগিত করে চলে আসেন।
এ ব্যাপারে রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদ সরকারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমার উপস্থিতিতে ঘটেছে। আমি বিষয়টি উপজেলা নিবার্হী অফিসারকে জানিয়েছি।
ঘটনার ব্যাপারে অভিযুক্ত অফিস সহকারী মোহাম্মদ আলী জিন্নাহ চুন্নুর মোবাইল নম্বরে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।
প্রধান শিক্ষক আবু হানিফ জানান, অফিসের কাগজপত্র ছিঁড়ে ফেলা ও আমাকে মারপিটের ঘটনাটি সত্য। এ বিষয়ে ঘাটাইল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারও বিষয়টি অবগত আছেন।
এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকও এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫