রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় রাস্তার পাশে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নাঈম মিয়া নামে এক যুবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। অভিযোগ উঠেছে সবুজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় আজ আজ শনিবার দুপুরে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় রায়পুরা পৌর শহরের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাঈম ইসলাম পৌর এলাকার থানাহাটি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। অপরদিকে অভিযুক্ত সবুজ মিয়া পৌরসভার পূর্বপাড়া এলাকার আফসার উদ্দিন ওরফে আফসু মেকারের ছেলে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে গুলির খোসা, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সবুজ পৌর শহরের পূর্ব পাড়ার বাসিন্দা। তাঁর বাড়িতে ঢোকার রাস্তার এক পাশে একটি মোটরসাইকেল পার্কিং করেন স্থানীয় দোকান মালিক নাঈম মিয়া। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পার্কিং করা মোটরসাইকেলের দেখতে পেয়ে মালিককে অকথ্য ভাষায় গাল মন্দ করেন সবুজ। পরে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে একপর্যায়ে নাঈমকে লক্ষ্য করে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি করেন সবুজ। ওই সময় উপস্থিত একজন তাঁকে সরিয়ে নেওয়ায় নাঈমের শরীরে গুলি লাগেনি। এ ঘটনার পর থেকে সবুজ পলাতক রয়েছেন। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
ভুক্তভোগী নাঈম বলেন, ‘সবুজ মিয়ার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অস্ত্র বের করে। শরীফুজ্জামান নামে এক ব্যক্তি সেখান থেকে আমাকে সরিয়ে নেওয়ায় শরীরে গুলি লাগেনি। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও পাশের একটি দোকান থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ওই দিন রাতেই ঘটনাস্থল থেকে গুলির খোসা, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নাঈমের কাছ থেকে আজ দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
নরসিংদীর রায়পুরায় রাস্তার পাশে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নাঈম মিয়া নামে এক যুবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। অভিযোগ উঠেছে সবুজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় আজ আজ শনিবার দুপুরে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় রায়পুরা পৌর শহরের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাঈম ইসলাম পৌর এলাকার থানাহাটি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। অপরদিকে অভিযুক্ত সবুজ মিয়া পৌরসভার পূর্বপাড়া এলাকার আফসার উদ্দিন ওরফে আফসু মেকারের ছেলে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে গুলির খোসা, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সবুজ পৌর শহরের পূর্ব পাড়ার বাসিন্দা। তাঁর বাড়িতে ঢোকার রাস্তার এক পাশে একটি মোটরসাইকেল পার্কিং করেন স্থানীয় দোকান মালিক নাঈম মিয়া। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পার্কিং করা মোটরসাইকেলের দেখতে পেয়ে মালিককে অকথ্য ভাষায় গাল মন্দ করেন সবুজ। পরে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে একপর্যায়ে নাঈমকে লক্ষ্য করে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি করেন সবুজ। ওই সময় উপস্থিত একজন তাঁকে সরিয়ে নেওয়ায় নাঈমের শরীরে গুলি লাগেনি। এ ঘটনার পর থেকে সবুজ পলাতক রয়েছেন। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
ভুক্তভোগী নাঈম বলেন, ‘সবুজ মিয়ার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অস্ত্র বের করে। শরীফুজ্জামান নামে এক ব্যক্তি সেখান থেকে আমাকে সরিয়ে নেওয়ায় শরীরে গুলি লাগেনি। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও পাশের একটি দোকান থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ওই দিন রাতেই ঘটনাস্থল থেকে গুলির খোসা, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নাঈমের কাছ থেকে আজ দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১১ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২২ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২৩ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫